যশ পরিস্থিতি পর্যালোচনায় রাজ্যে আসছেন মোদি, কলাইকুন্ডায় মমতার সঙ্গে বৈঠক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনের পর প্রথম মুখোমুখি সাক্ষাৎ। আমফানের পর তিনি রাজ্যে এসেছিলেন। এ বারও যশ পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার জন্য রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ওড়িশার বালেশ্বর এবং ভদ্রক পরিদর্শনের পর এ রাজ্যে আসার কথা তাঁর। এমনটাই জানা গিয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয় (পিএমও) সূত্রে।
অন্যদিকে, এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুণ্ডায় তাঁর নামার কথা। যশ-এর দাপটে রাজ্যের ক্ষয়ক্ষতি নিয়ে সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা।
ইতিমধ্যেই যশ মোকাবিলায় রাজ্যকে ৪০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। ঘূর্ণিঝড় মোকাবিলায় অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাকেও ৬০০ কোটি করে দেওয়া হয়েছে। বরাদ্দ বণ্টনে বৈষম্যের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখার পরে বিপর্যয় মোকাবিলা খাতে আরও কিছু বরাদ্দ করা হতে পারে।
এদিকে,পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার মুখ্যমন্ত্রীর হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, ধামাখালি, সাগর এবং দিঘার দুর্গত এলাকা পরিদর্শন করে প্রশাসনিক বৈঠক করার কথা। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী নিজেই এই কর্মসূচির কথা জানিয়েছিলেন।
তিন দফতরের কাজে বেজায় ক্ষুব্ধ মমতা নিশানায় কি দলবদলু মন্ত্রীরা
কিন্তু প্রধানমন্ত্রী আচমকাই রাজ্য সফরে চলে আসায় সেই কর্মসূচিতে খানিক বদল করা হচ্ছে। কারণ, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে দিঘায় যাবেন তিনি।
শুক্রবার রাতে দিঘা থেকে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইবেন। সে ক্ষেত্রে শনিবার সকালে দিঘার পর্যুদস্ত এলাকা পরিদর্শনে যাবেন মমতা।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সাংবাদিক সম্মেলন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে খুব বেশি আশাবাদী নন সে কথা জানিয়ে দিয়েছেন। তিনি বলেন আমফানের সময় রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি সত্বেও টাকা দেয়নি কেন্দ্র।
এদিন প্রধানমন্ত্রীর সফর নিয়েও কিছুটা কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী বলেন, এবার আমফানের মত এলকা ঘুরে দেখবেন না প্রধানমন্ত্রী। কলাইকুন্ডা থেকে উনি দিল্লি উড়ে যাবেন। তার আগে আমাদের সঙ্গে বৈঠক করবেন। তবে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেবেন তিনি।