খুলে দেওয়া হল কংগ্রেসের পতাকা, ব্যাপক চাঞ্চল্য মালদায়
রবিবার মালদায় হতে চলেছে জেলা কংগ্রেসের সম্মেলন। উপস্থিত থাকতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার মালদায় হতে চলেছে জেলা কংগ্রেসের সম্মেলন। উপস্থিত থাকতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
তার ঠিক আগেই কংগ্রেসের পতাকা খুলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মালদা শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
তৃণমূলের দাবি কংগ্রেস কর্মীরা তৃণমূলের পতাকা খুলে মাটিতে ফেলে দিয়ে সেই জায়গায় কংগ্রেসের পতাকা লাগিয়েছে। আর সেই কারণেই তারাও কংগ্রেসের পতাকা খুলে ফেলে দিয়েছে।
এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।
আরও পড়ুনঃ প্রাক্তন তৃণমূল সাংসদ, শিক্ষাবিদ কৃষ্ণা বসুর জীবনাবসান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
পুরাতন মালদার কংগ্রেস বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদারের অভিযোগ অশান্তি ও আতঙ্ক সৃষ্টি করার জন্যই তৃণমূল এই কাজ করেছে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কল্যাণ মল্লিক। তিনি বলেন আগামী ৪ তারিখ মালদা এসেছিলেন মুখ্যমন্ত্রী। আর সেই কারণেই মুখ্যমন্ত্রীর সভা ঘিরে প্রচার করার জন্য আমরা আমাদের পতাকা লাগিয়ে ছিলাম। সেই পতাকা খুলে দেয় কংগ্রেস। আর সেই কারণেই আমরা কংগ্রেসের পতাকা খুলে দিয়েছি।