মোদী ম্যাজিক! নেতাজীর জন্মজয়ন্তী পালনে কমিটি গঠন কেন্দ্রের, রয়েছে নতুন টুইস্ট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০২১ এর ভোট বৈতরণী পার করার জন্য নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী কেই ভর করছে রাজ্যের শাসক শিবির।  নির্বাচনের আগে যেভাবে নেতাজির জন্মবার্ষিকী উদযাপন নিয়ে তোড়জোড় শুরু করেছে তৃণমূল অতীতে কখনো দেখা গিয়েছে বলে মনে করতে পারছেন না রাজনৈতিক মহলের কেউই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজী জন্মজয়ন্তী পালনের জন্য বিশেষ কমিটি গঠন করেছেন। সেই কমিটির চেয়ারপার্সন মুখ্যমন্ত্রী নিজে। এছাড়া ওই কমিটিতে রয়েছেন রাজ্যের বিশিষ্ট মানুষজন। রয়েছেন অর্থনীতিবিদ ও নোবেলজয়ী দুই বাঙালি অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তবে সুগত বসু. শঙ্খ ঘোষ, যোগেন চৌধুরী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জয় গোস্বামী, সুবোধ সরকার প্রমুখরা।

তবে সেখানে নেই রাজ্যের বিরোধী দলের কোনো নেতৃত্বই মুখ্যমন্ত্রী যখন নেতাজি জন্মজয়ন্তী কে হাতিয়ার করে জনমানুষের নতুন আবেগ তৈরীর কাজে নেমেছেন তখন সেখানে মাস্টারস্ট্রোক মোদী সরকারের।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/bolsonaros-letter-to-modi-asking-for-covids-vaccine/

শনিবার সকালে দিল্লি থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কেন্দ্রের তরফে নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে রয়েছেন আরো ৮৫ জন সদস্য। আর সেখানেই নতুন টুইস্ট অপেক্ষা করছে রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য।

৮৫ জনের মধ্যে রয়েছেন

  • এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
  • সদ্য বিজেপিতে যোগ দেওয়া এবং অল ইন্ডিয়া জুট কর্পোরেশনের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী,
  • বিসিসিআই সভাপতি এবং প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
  • এরাজ্যের রাজ্যপাল জাগদীপ ধনকার
  • অভিনেতা মিঠুন চক্রবর্তী
  • রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
  • বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়
  • চিত্রপরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়
  • বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়
  • বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
  • প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী
  • সুরকার এ আর রহমান
  • অভিনেত্রী কাজল
  • ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
  • প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
  • ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক
  • নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী ও মনিপুরের মুখ্যমন্ত্রী
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
  • অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

এ রাজ্যের যেকজন সদস্যকে নিয়ে এই কমিটি গঠন হয়েছে রাজনৈতিক মহলের মতে সেখানেই বাজিমাত করে দিয়েছেন মোদী সরকার। বলা যেতে পারে কমিটি গঠনের কাজ করেছে মোদী ম্যাজিক। জনমানসে ব্যাপক প্রভাব ফেলবে এই কমিটি।

কমিটি গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রী বার্তা দিতে চাইলেন রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন একজন রাষ্ট্রনায়ক এর জন্ম জয়ন্তী পালনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক মতাদর্শকে প্রাধান্য দিতে তিনি নারাজ। বরং সমস্ত রাজনৈতিক দল মিলে মিশে সেই অনুষ্ঠান সুসম্পন্ন ভাবে পালন করুন এই বার্তাই দিতে চাইলেন তিনি।

ওয়াকিবহাল মহলের মতে প্রধানমন্ত্রীর এই কমিটি গঠনের পর এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটি গঠন করেছেন তা কার্যত ফিকে হয়ে গেছে। কারণ সেখানে প্রাধান্য পেয়েছে শুধুমাত্র একটি রাজনৈতিক দল। যদি রাজনৈতিক দল নির্বিশেষে সেখানে বাম-কংগ্রেস-বিজেপি এবং ফরওয়ার্ড ব্লক থাকত তাহলে হয়তো আম জনতার কাছে নেতাজী জন্ম জয়ন্তী পালন নজির হয়ে থাকতো।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/indian-army-captiored-chinese-soldier-in-indian-soil/

প্রসঙ্গত বহিরাগত তত্ত্ব ও রবীন্দ্রনাথ ইস্যুতে যেভাবে বিজেপিকে কাঠগড়ায় তুলছে রাজ্যের শাসক দল সেখানে নেতাজী জন্মজয়ন্তী পালনের কমিটিতেই সেই সমস্ত বিতর্কে জল ঢেলে দিয়েছে কেন্দ্র।

কাজেই বিজেপির একাংশ মনে করছেন, আর কোনভাবেই বাঙালির সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার করার সুযোগ পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। না হলে হয়তো এখানেও নেতাজীকে নিয়ে ‘আমার তোমার’ দ্বন্দ্ব তৈরি হয়ে যেতে পারত।

নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর মাস্টার স্ট্রোক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজ্যের রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট