সন্তানের শিক্ষার ক্ষেত্রে অক্সফোর্ড, হার্ভাডকেই পছন্দ মোদির মন্ত্রীদের
দ্য কোয়ারি ওয়েবডেস্ক : আইআইটি, আইআইএম নয়, মোদি সরকারের মন্ত্রীরা সন্তানের শিক্ষার জন্য অক্সফোর্ড, হার্ভাডকেই পছন্দ করেন। এই মন্ত্রীদের অনেকেই উচ্চশিক্ষার জন্য ছেলেমেয়েকে বিদেশে পাঠিয়েছেন।
অনেকের ছেলেমেয়েই বিদেশে পড়াশুনা করেছেন। সূত্রের খবর, এদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী নির্মলা সিতারামন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সহ মো্ট ১২ জন মন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৫৬ জনের মন্ত্রিপরিষদের ১২ জন মন্ত্রীর সন্তান উচ্চশিক্ষা গ্রহণ করেছে্ন বা করছেন বিদেশে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার ছেলেকে উচ্চশিক্ষা নিতে বিদেশে পাঠাননি।
আরও পড়ুনঃ EXCLUSIVE: কানহাইয়ার জনসভা দেখে ভয় পাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলঃ বিশ্বজিৎ কুমার
দেশেই শিক্ষা গ্রহণ করেছেন তাঁর ছেলে জয় শাহ। তিনি আমেদাবাদের নিরমা ইউনিভারসিটি থেকে বিটেক করেছেন। অন্যদিকে, বিদেশে পড়েছেন রেল ও বাণিজ্যমন্ত্রী পিযুষ গোয়েলের মেয়ে রাধিকা।
তিনি ২০১৯ সালে হার্ভাড ইউনিভারসিটি থেকে গ্রাজুয়েশন করেন। পাশাপাশি পিযুষ গোয়েলের ছেলে ধ্রুবও ওই ইউনিভারসিটি থেকে অর্থনীতিতে স্নাতক হন। বর্তমানে তিনি এমবিএ করছেন।
মোদি সরকারের নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির তিন গুরুত্বপূর্ণ মন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী নির্মলা সিতারামন এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সন্তানরাও উচ্চশিক্ষা নিয়েছেন বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে।
জানা গিয়েছে, রাজনাথ সিংহের বড় ছেলে নীরজ এমবিএ করেছেন ইউকে-র ইউনিভারসিটি অফ লিডস থেকে।আবার নির্মলা সিতারামনের মেয়ে বাংময়ী পরকলা সাংবাদিকতায় মাস্টারডিগ্রি করেছেন নর্থওয়েস্টার্ন ইউনিভারসিটি থেকে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভারসিটি থেকে এমএ করেছেন জয়শঙ্করের ছেলে ধ্রুব এবং মেয়ে মেধা সিনেমা বিষয়ে বিএ পড়ছেন ডেনসন ইউনিভারসিটিতে। যদিও রাজনাথ সিংহ, সিতারামন ও জয়শঙ্কর উচ্চশিক্ষা এদেশেই নিয়েছেন।
আরও পড়ুনঃনভেল করোনা ভাইরাসের জেরে ফের মৃত্যুমিছিল চিনে
রাজনাথ পড়েছেন গোরক্ষপুর ইউনিভারসিটিতে এবং সিতারামন ও জয়শঙ্কর জহরলাল নেহরু ইউনিভারসিটিতে।এছাড়াও আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী হরসিমরাত কাউর বাদল, জল শক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত, উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ, যোগাযোগ প্রতিমন্ত্রী সঞ্জয় ধোত্রে, অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরির সন্তান উচ্চশিক্ষা নিয়েছেন বা নিচ্ছেন বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা ‘দ্য প্রিন্ট’কে জানান, এর অর্থ এই নয় যে, ভারতীয় শিক্ষার মান নিম্নমানের।কিন্তু কেউ যদি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়, তবে সে সেখান থেকেই শিক্ষা নিতে চাইবে।
অক্সফোর্ড, হার্ভাড, কেমব্রিজের বিশাল সুনাম তো আর অস্বীকার করা যায় না। তার দাবি, আইআইটি এবং আইআইএম ছাড়াও ভাল বিদেশী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আমাদের দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়।