দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যু সংখ্যা ৪ হাজার পার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পর পর দু’দিন কিছুটা কমল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,১১,১৭০ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২,৪৬,৮৪,০৭৭। কিন্তু করোনায় বেড়েছে মৃত্যু সংখ্যা আবারও ৪ হাজারের গন্ডি পার করল করোনায় মৃতের সংখ্যা একদিনে মৃত্যু হয়েছে ৪,০৭৭ জনের। এখনও অবধি দেশে মৃত্যু হয়েছে ২,৭০,২৮৪ জনের।

গত ২৪ ঘন্টায় করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ৩,৬২,৪৩৭ জন। এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৬,১৮,৪৫৮ জন।
গত এপ্রিল মাস থেকেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পার করেছে। গত ১০ দিনে তা ৪০ লক্ষের গন্ডি পার করেছে। সংখ্যা যতই বাড়ছে, বাড়ছে অক্সিজেন এবং প্রয়োজনীয় সরঞ্জামের চাহিদাও।

শনিবার এবিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে রাজ্যগুলির উদ্দেশ্যে আরও টেস্টের জন্য নির্দেশ দেন তিনি। গ্রামীণ যেসমস্ত এলাকায় সংক্রমণ বেশী সেখানে কনটেইমেন্ট জোন করে টেস্টিং বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

মহারাষ্ট্রে কমেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৩৪,৮৪৮ জন। দক্ষিণ ভারতের করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। কর্ণাটকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৪১,৬৬৪ জন। কেরলে আক্রান্ত ৩২,৬৮০ জন। তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩,৬৫৮ জন। দিল্লি এবং উত্তরপ্রদেশে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা।

সম্পর্কিত পোস্ট