PAC চেয়ারম্যান পদে মনোনীত মুকুল রায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সপ্তদশ বিধানসভার অধিবেশনের আজ শেষ দিন। এদিন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে মুকুল রায়ের নাম ঘোষণা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিবাদে এদিন বিধানসভা ওয়াক আউট করে বেরিয়ে যান বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি বিধায়করা।
বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার পরেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবীতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, আমি ৬৪ পাতার অভিযোগ স্পিকারের কাছে জমা দিয়েছি। তৃণমূলে যোগ দেওয়ার পরেই তৃণমূল জোর করে পিএসি কমিটিতে থাকার কথা জানিয়েছে। মুকুল রায় বিধায়ক থাকবেন না। তাই তাঁর পিএসি চেয়ারম্যান পদে থাকার কোনও প্রশ্ন থাকে না।
হাড়িভাঙ্গা আমে আপ্লত মমতা, ধন্যবাদ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
পিএসি সদস্যপদ নিয়ে ৬ জন বিধায়কের নাম জমা দিয়েছিল বিজেপি। অশোক লাহিড়ীকে পিএসি চেয়ারম্যান করার দাবীতে আলাদা করে চিঠিও দিয়েছিল গেরুয়া শিবির। একুশের নির্বাচনের পর রাজ্যের প্রধান বিরোধী দল হয়ে উঠেছে বিজেপি৷ প্রথা অনুযায়ী বিধানসভার পিএসি’র চেয়ারম্যান পদ পান বিরোধীরা৷
প্রসঙ্গত, এই পদের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন মুকুল। তারপরই জটিলতা তৈরি হয়৷মুকুল রায়ের মনোনয়ন পত্রে সই করেন গোর্খা জনমুক্তি মোর্চার এক বিধায়ক এবং দ্বিতীয় প্রস্তাব হিসাবে সই করেন তৃণমূলের এক বিধায়ক। যে কারণে পাল্লা ভারী মুকুল রায়ের দিকেই ছিল।