নির্বাচনের প্রাক মুহুর্তে দুই দিনের ঢাকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার দুই দিনের বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবছর বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী । সেই উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে যাবেন নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রাক মুহুর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই এক বিবৃতিতে জানিয়েছেন, অতিমারির পর এই প্রথম তিনি বিদেশ সফরে যাচ্ছেন। আর সেটা প্রতিবেশী বন্ধু দেশে হওয়ার জন্য তিনি অত্যন্ত খুশি। শুক্রবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শ্রদ্ধা জানাতে যাবেন তিনি। এর পর যাবেন যশরেশ্বরী কালীমন্দিরে পুজো দেবেন তিনি।
তবে প্রধানমন্ত্রীর এই সফরে সবচেয়ে উল্লেখযোগ্য হল ওরাকান্দির মতুয়া সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন তিনি। সেইসঙ্গে যাবেন মতুয়া মন্দিরে হরিচাঁদ ঠাকুরের জন্মভিটেতে। মোদির সফরে উপস্থিত থাকার কথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের।
আরও পড়ুনঃ Bengal Poll: নানুরের তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য শুরু রাজনৈতিক চাপানউতোর
পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে তখন প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, ইতিমধ্যেই নাগরিকত্ব সংশোধনী আইনকে নিয়ে মতুয়াদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন নরেন্দ্র মোদি সরকার। এমনকি করোনা টিকাপর্বের পর বাংলায় এই প্রক্রিয়া চালু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার মতুয়া মন জয়ে মাঠে নেমে পড়লেন স্বয়ং প্রধানমন্ত্রী।
পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মতুয়াদের সংখ্যা প্রায় ৫ কোটি। যার মধ্যে বাংলায় বসবাস করেন প্রায় ৩ কোটি মানুষ। বিধানসভা নির্বাচনে বিজেপির জন্য ৩০ আসনে বিরাট ফ্যাক্টর হতে পারে মতুয়াদের ভোট।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে তৈরি হয়েছে ঢাকার রাজপথ। দুই দেশের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। দুই দেশের জন্য এই মুহুর্তে ‘সোনালী অধ্যায়’ শুরু করবে বলে মনে করছে কূটনৈতিক মহল।