Naveen Patnaik : বিরোধীদের আশায় জল ঢেলে বিজেপিকে স্বস্তি দিলেন নবীনবাবু, সেই চেনা ছকের পুনরাবৃত্তি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তাঁকে ঘিরে আশঙ্কা ছিলই। শেষ পর্যন্ত সেই আশঙ্কা সত্যি করে দেশের বিরোধীদের আশায় জল ঢেলে দিলেন নবীন পট্টনায়ক ( Naveen Patnaik )। ওড়িশার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে চওড়া হাসি বিজেপির।
আগামী মাসে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential election) তাদের আর কোনও চিন্তা থাকল না। নিজেদের পছন্দের প্রার্থীকে এবার সহজেই জেতাতে পারবেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রক্রিয়া বেশ জটিল। দেশের সাংসদদের পাশাপাশি প্রতিটি রাজ্যের বিধানসভার বিধায়করা এখানে ভোটার। কিন্তু প্রত্যেকের ভোটের মান সমান নয়।
সেই বিষয়টি হিসেব করে দেখা যায় এবার সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা হলেও পিছিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তাদের প্রায় ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল বিরোধী শিবির। যদিও বিরোধীদের মধ্যে অনৈক্য আগে থেকেই বিজেপিকে অ্যাডভান্টেজে রেখেছিল।
Naveen Patnaik
তবে সকলেই জানত এবারের রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত নির্ণায়ক হয়ে উঠতে চলেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ( Naveen Patnaik ) ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি (Jaganmohan Reddy)। ইতিমধ্যেই নবীন পট্টনায়ক জানিয়ে দিয়েছেন তিনি এনডিএ শিবিরের প্রার্থীকে সমর্থন করবেন। অর্থাৎ ওড়িশার বিজেডি বিধায়ক এবং সাংসদরা রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থীকে ভোট দেবেন।
Arjun Singh :নিশানা ঠিক করে ফেলেছেন কলিযুগের অর্জুন!
জগনমোহন রেড্ডি এখনও পর্যন্ত দুই শিবির থেকেই সমান দূরত্ব বজায় রেখে চললেও রাজনৈতিক মহলের ধারণা তিনি শেষ পর্যন্ত বিজেপির দিকেই ঝুঁকবেন। উল্লেখ্য এর আগেরবারও রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করেছিল নবীন পট্টনায়কের বিজেডি ও জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস।
এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচন কার্যত নিয়ম-রক্ষার হয়ে দাঁড়াতে চলেছে। তবে ভোটে পরাজয় নিশ্চিত হলেও এই নির্বাচনকে হাতিয়ার করে বিরোধী শিবির নিজেদের ঐক্যের চেহারা তুলে ধরতে পারে। যা ২৪ এর লোকসভা ভোটের আগে অত্যন্ত জরুরি। এখন দেখার শেষ পর্যন্ত সেই সুযোগ কতটা বাস্তবায়িত হয়।
কারণ সেক্ষেত্রে সকলে মেনে নেবেন এমন একজনকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করতে হবে বিরোধীদের। কেউ কেউ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে (Nitish Kumar) ঘিরে আশার আলো দেখছেন। তবে নীতিশের যা মতিগতি তাতে স্পষ্ট তিনি বিজেপির হাত ছাড়ার ঝুঁকি শেষ পর্যন্ত নিয়ে উঠতে পারবেন না। উল্টে মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে উপরাষ্ট্রপতি পদ পেলেই খুশি হবেন। এই পরিস্থিতিতে সর্বজনগ্রাহ্য কাউকে বেছে নেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিরোধীদের কাছে।