Tokyo Olympic : ভাঙলো রেকর্ড, সোনার ছেলে নীরজ চোপড়া

দ্য কোয়ারি ডেস্ক: অলিম্পিক্সে ভারতের প্রথম সোনা, জ্যাভলিনে প্রথম সোনা নীরজ চোপড়ার। ইতিহাস তৈরি করলেন নীরজ। দেশের সবচেয়ে সফলতম অলিম্পিকের শেষ পদক হিসাবে এলো সোনা।

৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে সোনা জিতলেন তিনি। এবারের অলিম্পিকসে এই প্রথম সোনা পেল ভারত পদক সংখ্যা হল ৭।

২০০৮ সালে বেজিং অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। সেটাই এতদিন ব্যক্তিগত সোনা ছিল। আজ সেই একই আসনে নাম জুড়ে গেল নীরজের।

সম্পর্কিত পোস্ট