একলাফে বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৯,১১৮ জন। সক্রিয় রোগীর সংখ্যা আবারও ৪ লক্ষ পার করেছে। গত কয়েকমাস ধরে করোনার গ্রাফ ছিল নিম্নমুখী। কিন্তু গত দুই সপ্তাহে তা লাগামছাড়া। গত কয়েকদিন ধরে ক্রমবর্ধমান করোনা আক্রান্তের সংখ্যা আসলে করোনার দ্বিতীয় ঢেউয়ের ইঙ্গিত।
কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যগুলিকে কোভিড প্রটোকল মানার নির্দেশ দেওয়া হয়েছে। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি শারীরিক দুরত্ব মেনে চলার কথাও বলা হচ্ছে।
এর আগে অক্টোবর মাসে করোনা আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক। একদিন আক্রান্ত হয়েছিলেন প্রায় ৬২ মানুষ। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৫,৯৯২ জন। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২৬ লক্ষ। যা দেশের মধ্যে সর্বাধিক। শুধুমাত্র মুম্বইয়ে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫০৪ জন।
আরও পড়ুনঃ দেশুজুড়ে বন্ধের ডাক কৃষকদের
এছাড়াও পাঞ্জাব, কর্ণাটক, কেরল এবং ছত্তিসগড়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। পাঞ্জাবে একদিনে করোনা আক্রান্ত হয়েছে ২৬৬১ জন। কর্ণাটকে করোনা আক্রান্ত হয়েছেন ২৫২৩ জন। ছত্তিসগড়ে করোনা আক্রান্ত হয়েছেন ২৪১৯ জন। কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯৮৯ জন।
যেভাবে করোনার সংখ্যা নিয়মিত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তা উদ্বেগের বিষয়। একমাত্র ভ্যাক্সিনের মাধ্যমেই করোনাকে পরাজিত করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাহলে আগামী মাসেই এই সংখ্যা সর্বোচ্চ স্থানে দাঁড়াবে।
ইতিমধ্যেই করোনার মোকাবিলার জন্য একাধিক রাজ্যের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্ণাটকে প্রবেশের ক্ষেত্রে করোনার নেগেটিভ রিপোর্ট জরুরী ঘোষণা করা হয়েছে। দেশের সমস্ত মানুষ যাতে ভ্যাকসিন পান তার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একই আবেদন জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।