বছর শেষে একনজরেঃ ঘটনাপ্রবাহের অন্তিম পর্ব

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজনীতি এবং আন্দোলনের মঞ্চকে সরিয়ে দিলে ২০২০ এর কোভিড পর্বে আমাদের অনেক মানুষকে হারিয়েছি। সারা বিশ্বে করোনা চিকিৎসা করতে গিয়ে প্রাণ হারাতে হয়েছে বহু চিকিৎসককে। প্রাণ হারিয়েছেন বহু পুলিশ কর্মী।

কোভিডের আমাদের নিজেদের কাছের মানুষকে হারিয়েছি। হারাতে হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়, মনু বন্দ্যোপাধ্যায়, ঋষি কাপুর, ইরফান খান, সুশান্ত সিং রাজপুত, সরোজ খান, অরুণ গুহ ঠাকুরতা, রাহাত ইন্দোরি, এসপি বালা সুব্রমনিয়ম, আশিদ বসরা সহ ভারতীয় অভিনয় জগতের অনেককে।

হারিয়েছি শাদউইক বোসম্যান, শন ক্যানেরির মতো আন্তর্জাতিক মানের অভিনেতাদের। হারাতে হয়েছে ফুটবল তারকা দিয়েগো মারাদোনা এবং সম্প্রতি হারাতে হয়েছে পাওলো রোসি। করোনার হারাতে হয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতন চৌহান এবং এই একই সময়ে প্রয়াত হন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোনসকে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/roundup-news-2020-part-3/

ভারত হারিয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখপাধ্যায়কে। সেইসঙ্গে করোনার কারণে মৃত্যু হয়েছে বহু রাজনৈতিক নেতা কর্মীদের। এই বছরের সব থেকে মর্মান্তিক ঘটনা ঘটেছে হাথরাসে। যেখানে একজন দলিত মহিলাকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে রাতের অন্ধকারে ক্ষেতের মাঝে ওই নির্যাতিতার দেহ পুড়িয়ে দেয় প্রশাসন

। গ্রামের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বিরোধী দলের নেতাদের। এমনকি হাথরাসের পথে যেতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। মাটিতে ফেলে দেওয়া তাঁকে। দিল্লি মহিলা কংগ্রেসের সভাপতির জামা ছিঁড়ে দেওয়া হয়। ঘটনার অনেক দিন পর চার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেয় আদালত।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/news-round-up-2020-news-part-2/

এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা হল মার্কিন প্রদেশের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের জয়। দীর্ঘ সময় ধরে গণনা প্রক্রিয়া চলার পরে জয়লাভ করেন তিনি। যদিও এই হার মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। যা ঘিরে কম জল্পনা হয়নি। নতুন রাষ্ট্রপতি পদে জো বাইডেনের জয় ভারতের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপন করবে বলে আশাবাদী কুটনৈতিক মহল।

পুরাতন বছরের দুর্বিষহতাকে অতিক্রম করে নতুন বছর নতুনে ভরে উঠবে। করোনার প্রতিষেধক নতুন করে প্রাণের সঞ্চার করবে।সারা বিশ্বের মানুষ আবার মাস্ক খুলে সবাই হুড়োহুড়ি করতে পারবো। এটুকুই আশা রাখছি আমরা সবাই।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/round-up-2020-part-1/

সম্পর্কিত পোস্ট