তৃণমূল বিধায়ক মিহিরের বাড়িতে বিজেপি সাংসদ নিশীথ
হঠাৎই তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। তবে কি বিজেপিতে যোগ শুধুমাত্র সময়ের অপেক্ষা!
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দশমী পেরিয়ে কোজাগরি পুজা পড়তে চলেছে। তবুও বাঙালির বিজয়ার শুভেচ্ছা জানানো এখনও শেষ হয়নি। কথা যখন রাজনৈতিক শুভেচ্ছা হয়, সেখানে পাতে ইলিশ-মিষ্টির পরিবর্তে থাকে রসায়নের গন্ধ। বৃহস্পতিবার বিকেলে কোচবিহারে ঘটে যাওয়া এমনই এক ঘটনা বঙ্গ রাজনীতিতে তোলপাড় করেছে।
হঠাৎই তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। খানিকটা রসায়ন মিশিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন তবে কি মিহিরের বিজেপিতে যোগ শুধুমাত্র সময়ের অপেক্ষা!
কিছুদিন আগেই প্রশান্ত কিশোরের আইপ্যাক সংস্থাকে ঠিকাদারি সংস্থা বলে বসেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। ৩ রা অক্টোবর সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পর মিহির গোস্বামীর শিবিরের হাওয়া বদলাতে শুরু করেছে। সূত্রের খবর, নিজের পার্টি অফিসে যে সমস্ত ফ্যাস্টুন নতু করে লাগানো হয়েছে সেখানে ঘাসফুলের কোনও চিহ্ন নেই। নেই দলনেত্রীর ছবিও।
গত কয়েক মাস ধরেই কোচবিহার তৃণমুলের অন্দরে কান পাতলেই গোষ্ঠী কোন্দলের কথা শোনা যাচ্ছিল। জেলায় দলের দায়িত্ব পার্থর হাতে তুলে দেওয়ায় বেজায় চটেছিলেন মিহির বাবু। চলতি মাসে জেলা এবং ব্লক কমিটি গঠনের পর সেই বিক্ষোভ আরও বাড়তে শুরু করে৷
কোচবিহার ১ নং ব্লকের জন্য যাদের নাম মিহিরবাবু পাঠিয়েছিলেন, তাঁদের একজনকেও তালিকায় রাখা হয়নি। চলতি মাসেই সমস্ত পদ থেকে ইস্তফা দেন তৃণমূল বিধায়ক।
সেদিন প্রেস বিবৃতিতে কোচবিহার মিহির বাবু বলেন, জেলা এবং ব্লক কমিটি গঠনের সময় বিধায়কদের প্রস্তাবের কথা মুখে বলা হলেও আদতে তা করা হয়নি। যারা দলবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদেরকেই বিভিন্ন পদ দেওয়া হচ্ছে। যা অত্যন্ত দূর্ভাগ্যজনক।
বৃহস্পতিবার মিহির গোস্বামীর বাড়িতে নিশীথ প্রামাণিকের উপস্থিতি তৃণমূলকে বেশ চাপে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।