সরকারি ত্রাণে খবরদারি নয় : অভিষেক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত আড়াইমাস রাজ্যের শাসক দল গঠনমূলক ভূমিকা পালন করেছে। করােনা আবহে রাজনৈতিক কর্মসূচি ছিল বন্ধ। মঙ্গলবার দলীয় নেতা ও মন্ত্রীদের সঙ্গে ভিডিয়াে কনফারেন্সে ময়দানে নেমে দলকে জন সংযােগে জোর দিতে বললেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
এদিন দলের তরফে ভিডিয়াে কনফারেন্সে দলের জেলা সভাপতি ও বিভিন্ন শাখা সংগঠনের প্রধানদের সঙ্গে কথা বলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব ।
সেখানে ছিলেন তৃণমূল মহা সচিব পার্থ চট্টোপাধ্যায় , দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি , মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস ।
সেখানেই দলীয় শীর্ষ নেতৃত্ব স্পষ্টভাবে দলকে জানিয়ে দেয় , সরকারি ত্রানের কাজে দলের খবরদারি কোনােভাবেই মেনে নেওয়া হবে না ।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দেন, ত্রানের কাজ সরকার সরকারের মতাে করবে। তাতে জেলা নেতৃত্বের ঢােকার দরকার নেই । তবে দল তার নিজের মতাে করে মানুষের পাশে দাঁড়াতে পারে। তাঁদের সাহায্য করতে পারে।
দক্ষিণ চব্বিশ পরগনার গৃহহীন মানুষদের সাহায্যার্থে এগিয়ে এলো আমেরিকার প্রবাসী বাঙালি সংস্থা
তাতে কোনও বাধা নেই। তবে ত্রানের জিনিস কারচুপির কোনও অভিযােগ দলের নেতার বিরুদ্ধে উঠলে তা মেনে নেওয়া হবে না।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা দলের শীর্ষ নেতৃত্ব দলের নেতাদের সােশ্যাল ডিসটেন্সিং মেনে মানুষের দরজায় যাওয়ার নির্দেশ দিয়েছেন।
- সেখানে প্রতিটি বুথে অন্তত দশটি পরিবারের সঙ্গে যােগাযােগ রাখতে হবে দলকে।
- ওই পরিবারগুলিকে প্রয়ােজনে সাধ্যমতাে সাহায্য করতে হবে ।
- কারও ওষুধ বা চিকিৎসার প্রয়ােজন হলে নিজেরা খোঁজ নিয়ে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে হবে ।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এও বলেন,
- বিজেপি করােনা অবহে সরকার ও দলের বিরুদ্ধে কুৎসায় অবতীর্ণ হয়েছে ।
- তাদের বিরােধিতার দরকার নেই । বরং তাদের বিরােধিতা এড়িয়ে চলুন ।
- এই মুহূর্তে ময়দানে নেই বিজেপি । ঠান্ডা ঘরে বসে । তারা রাজনীতি করছেন ।
- আপনারা ময়দানে নেমে মানুষের পাশে থাকুন । এ
- কদিকে করােনা ও অন্যদিকে আমফান এই দুই সংকটে দল মানুষের পাশে থেকেছে ।
- কীভাবে দল এই সময়ে মানুষের জন্য কাজ করেছে আজ প্রত্যেক জেলায় তা নিয়ে প্রেস কনফারেন্স হবে ।
- এরপর ৫-১০ জুন বিধানসভা ধরে সাংবাদিক সম্মেলন করবেন বিধায়করা ।
মূলত বিধানসভা ধরে ধরে কী ধরনের উন্নয়ন মূলক কাজ দল করেছে তা তুলে ধরাই এই সাংবাদিক সম্মেলনের প্রধান লক্ষ্য বলে তৃণমূল সূত্র জানা গেছে ।