নেই পর্যাপ্ত বাস, যাত্রী বিক্ষোভ বারাসাতে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার নবান্নের সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১ জুন থেকে কনটেন্টমেন্ট জোন ছাড়া অন্যান্য জায়গায় শিথিল করা হবে লকডাউন। একইসঙ্গে তিনি জানান, ৮ জুন থেকে রাজ্যে সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে নির্দিষ্ট সংখ্যাক কর্মী নিয়ে কাজ শুরু করা যাবে।

সেই মোতাবেক সবকিছু শুরু হলেও সোমবার সকাল থেকে পথে গেল না বেসরকারি বাস ও মিনিবাস।  সরকারী বাস চললেও, তাতে সমস্যার সুরাহা হচ্ছে না। যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সোমবার সকালে বারাসাতের প্রাণকেন্দ্র চাপাডালি মোড় সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। দীর্ঘসময় বারাসাতে চলে যাত্রীবিক্ষোভ। মাসের প্রথম দিন সাধারণ মানুষ রুটি রুজির টানে বেরিয়েও সময়মত গন্তব্যে পৌঁছতে পারছেন না।

আনলকিং ফার্স্ট ডে, ছন্দে ফিরছে বারাসাত

কিছু কিছু ক্ষেত্রে জরুরী প্রয়োজনে প্রাণ হাতে করে তাদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। অভিযোগ সরকারী বাসের অপেক্ষায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের।

তবে পর্যাপ্ত সরকারী বাসের যে অভাব রয়েইছে পঞ্চম দফার লকডাউনের প্রথমদিনেই তা প্রমাণিত।

দীর্ঘ সময় যাত্রীবিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে চাঁপাডালি মোড় সহ সংলগ্ন এলাকা। তৈরী হয় তীব্র যানজট। পরে বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রনে আনে পরিস্থিতি।

সম্পর্কিত পোস্ট