নভেল করোনা ভাইরাসের জেরে ফের মৃত্যুমিছিল চিনে
চিনের ন্যাশনাল হেল্থ কমিশন জানিয়েছে মৃত্যুমিছিল অব্যাহত থাকলেও, সংক্রমণের সংখ্যা আগের তুলণায় অনেকটাই কমেছে।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- গত সপ্তাহে প্রকোপ খানিকটা কমলেও ফের মাথা চারা দিয়ে উঠেছে নভেল করোনা ভাইরাস । রবিবার চিনের হুবেই প্রদেশের উহানে ৪২ জনের মৃত্যু হয়েছে ।
করোনার কবলে চিন
সবমিলিয়ে চিনে নভেল করোনার জেরে মৃত্যুসংখ্যা ২ হাজার ৯১২। নতুন করে আক্রান্তের সংখ্যা ২১২ জন ।
এমনটাই জানিয়েছে চিনের ন্যাশনাল হেল্থ কমিশন। বিশ্ব জুড়ে ইতিমধ্যেই করোনায় মৃতের সংখ্যা তিন হাজার পেরিয়ে গিয়েছে।
তবে, মৃত্যুমিছিল অব্যাহত থাকলেও, সংক্রমণের সংখ্যা অনেকটাই কমেছে বলে সম্প্রতি দাবি করছে বেজিং।
চিনের বাইরে, অন্যান্য দেশগুলিতে সম্পূর্ণ উল্টো ছবি ধরা পড়েছে । করোনা জেরে ইরানে গতকাল ১১ জনের মৃত্যু হয়েছে । এই নিয়ে ইরানে মৃতের সংখ্যা । সে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৭৮।
আরও পড়ুন : বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, ‘‘তিনটি বিমানে মোট ৭২৩ জন ভারতীয় ও ৪৩ জন বিদেশিকে চিন থেকে দেশে উদ্ধার করে আনা হল।’’
দক্ষিণ কোরিয়াতেও একই পরিস্থিতি । করোনায় আক্রান্ত হয়ে রবিবার আরও ৪ জনের মৃত্যু হয়েছে । মোট মৃতের সংখ্যা ২২ ।
নতুন করে ৪৭৬ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। সবমিলিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে ।
করোনার কবলে চিন,দ্বিতীয় স্থানে ইউরোপ
ইতালি হয়ে ইউরোপে প্রবেশ করেছে করোনা ভাইরাস । ইতালিতে ১ হাজার ৬৯৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে ।
ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা ১৩০। আমেরিকায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে।
ওয়াশিংটনে এখনও পর্যন্ত ১২ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে ।
আরও পড়ুন : #Coronavirusoutbreak চিনের পর করোনার কবলে ইউরোপ
রবিবার সিয়াটলে আরও চার জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। ক্যালিফোর্নিয়ায় দুই স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত ।
তাইল্যান্ডে ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ।
২০১৯ এর শেষ দিকে চিনের হুবেই থেকেই করোনা ছড়িয়ে পড়তে শুরু করে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে ৮০ হাজারের বেশি মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ।
করোনার হাত থেকে নাগরিকদের নিরাপত্তা দিতে আন্তর্জাতিক সীমানা সাময়িকভাবে বন্ধ রাখতে শুরু করেছে একাধিক দেশ ।
যার বিরূপ প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতির উপর ।