১০০ টিরও বেশি শূন্যপদে নিয়োগ করবে Oil India Limited , আজই করুন আবেদন
শতাধিক নিয়োগ করবে Oil India Limited।
The Quiry : চাকরি খুঁজছেন ? শতাধিক নিয়োগ করবে Oil India Limited। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদনের কথা বলা হয়েছে। তবে কীভাবে কোথায় আবেদন করবেন, এক নজরে জেনে নিন সেই তথ্য। এই শূন্যপদে আবেদনের আগে Oil India Limited এর তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে হবে।
তা ওয়েবসাইটেই আপলোড করা হয়েছে। সংস্থার তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী , মোট ১০২ টি শূন্যপদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। যার মধ্যে একাধিক সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার পদ এবং সিনিয়র পদ রয়েছে। আরও বেশ কয়েকটি পদের জন্যে নিয়োগ করবে সংস্থা। এই লিঙ্কে – https://oilexecutive.cbtexamportal.in/ ক্লিক করে যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন আবেদনকারীরা। আগামী ২৯ জানুয়ারি রাত ১২ টা পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। ছেলে-মেয়ে উভয়ই এই পদের জন্যে আবেদন করতে পারবেন।
১০০ টিরও বেশি শূন্যপদে নিয়োগ করবে Oil India Limited , আজই করুন আবেদন
অয়েল ইন্ডিয়া লিমিটেড- এর এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে করতে হবে। এর জন্যে প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এই লিঙ্কে oil-india.com – ক্লিক করেও সরাসরি এই পদের জন্যে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।