শোপরে রাতভর সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম এক লস্কর-ই-তৈবা কম্যান্ডার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাতভর ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত জম্মু-কাশ্মীর৷ উত্তর জম্মু-কাশ্মীরের বারামুলা জেলার শোপরের গুন ব্রাথ এলাকায় রাতভর দুই পক্ষের মধ্যে চলে গুলির লড়াই। খতম তিন জঙ্গি।
পুলিশ সূত্রে খবর, নিহত তিন জঙ্গিদের মধ্যে একজনের নাম মুদাশির পন্ডিত। লস্কর-ই-তৈবার কম্যান্ডার ছিল সে। এদের মধ্যে একজন বিদেশী বলে জানিয়েছে পুলিশ। গত কালের অভিযানে জম্মু-কাশ্মীর পুলিশের বিরাট সাফল্য মিলেছে।
এদিন গোপন সূত্রে খবর পেয়ে গুন ব্রাথ এলাকায় যৌথ অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে চলে তল্লাশি৷ পুলিশের উপস্থিতি আন্দাজ করতে পেরে গুলি চালায় জঙ্গিরা। দুই পক্ষের মধ্যে রাতভর চলে গুলির লড়াই।
কাশ্মীর জোনের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বিজয় কুমার জানিয়েছেন, লস্কর-ই-তৈবার কম্যান্ডার মুদাসির পন্ডিতের ওপর তিন পুলিশ অফিসার, দুজন কাউন্সিলর এবং দু’জন সাধারণ নাগরিকের খুনের দায় ছিল। এছাড়াও জম্মু-কাশ্মীর সন্ত্রাসমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সে৷
গতকালের পুলিশের অভিযানকে বিরাট সাফল্য বলে মনে করছেন পুলিশ কর্তারা৷ আপাতত কিছুদিন শোপরের মানুষ সন্ত্রাসমূলক কার্যকলাপের হাত থেকে মুক্তি পাবে বলে জানিয়েছেন আইজিপি বিজয় কুমার৷ তিনি আরও বলেন, শোপরে থেকে যুবকদের সন্ত্রাসমূলক কার্যকলাপে প্রভাবিত করছিল মুদাসির। সেখান থেকে মুক্তি পেল উপত্যকা।