কর্মসংস্থান গড়ে তোলার লক্ষ্যে অনলাইন অ্যাকাডেমি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনাকালে (Corona) বিকল্প কর্মসংস্থান গড়ে তোলার লক্ষ্যে অনলাইন একাডেমি (Online Academy) চালু করতে চলেছে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁট ছড়া বেঁধে এই প্রকল্প রূপায়ন করবে তথ্যপ্রযুক্তি দপ্তর। এ ব্যাপারে অর্থ দপ্তরের ছাড়পত্র পাওয়া গেছে বলে সূত্রে জানা গেছে।
বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের অনলাইন কোর্স চালু করা হবে। অনেক কম খরচে প্রশিক্ষণ নিতে পারবে ছাত্র-ছাত্রীরা। প্রশিক্ষণ শেষে দেয়া হবে সার্টিফিকেট। সরকারি এবং বেসরকারি সংস্থায় তারা যাতে কাজের সুযোগ পান, তার ও ব্যবস্থা করা হবে।
প্রস্তাবিত একাডেমিতে যেসব কোর্স চালু হবে তারমধ্যে রয়েছে ড্রন টেকনোলজি ডিজিটাল মার্কেটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নানো টেকনোলজির অত্যাধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা জানান বর্তমানে পুলিশি নজরদারি জমি জরিপ সীমানা নির্ধারণ কীটনাশক ছড়ানোর কাজে ড্রোন ব্যবহার করা হয়ে থাকে।
বিমানের মতন ড্রোন যারা চালান তাদের পাইলট বলা হয়। এজন্য তাদের প্রশিক্ষণ নিতে হয়। সারা দেশে কয়েকটি মাত্র প্রশিক্ষণ সংস্থা রয়েছে। কিন্তু এ রাজ্যে সেরকম কোন স্বীকৃত সংস্থা নেই। এর ফলে ব্যবহারের জন্য পাইলট পাওয়া যাচ্ছে না
সেই চাহিদা ও পূরণ করবে এই একাডেমি।