অনিয়ন্ত্রিত ভিড়ে বেআব্রু আমজনতার অসচেতনতা, করোনার বাড়বাড়ন্ত কলকাতা সহ ৫ জেলায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি করেই মহাসপ্তমীতে বিপদের সঙ্কেত দিল করোনা। পুজোর বাঁধনহারা আনন্দে বেআব্রু আমজনতার অসচেতনতার ছবি। নেই মাস্ক। সামাজিক বিধির কথা যত কম বলা যায় ততই ভাল। অনিয়ন্ত্রিত ভিড়ে বদলে গিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনের সংখ্যাগুলো।
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে কলকাতায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৫ জন৷ গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৮০ জন৷ ষষ্ঠীর সকালে সংখ্যাটা ছিল ১৪৫ জন৷
শুধু কলকাতা নয়, রাজ্যেও বেড়েছে আক্রান্তের সংখ্যা৷ সপ্তমীর সন্ধ্যায় প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ একদিনে বাংলায় আক্রান্ত হয়েছেন মোট ৭৬৮ জন৷ মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৭ হাজার ৭১১৷ আক্রান্তের চেয়ে সুস্থতার হার কম৷
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৩৫ জন৷ সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ৷ বেড়েছে মৃত্যু৷ রাজ্যে করোনায় মারা গিয়েছেন ১০ জন৷ আর বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা৷ রাজ্যে সক্রিয় রোগী ৭৬৭২ জন৷
দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা৷ এখানে আক্রান্ত ১৮০ জন৷ এর পরেই আছে উত্তর ২৪ পরগনা (১২৬ জন), হুগলি (৭৬ জন), হাওড়া (৬৯ জন) এবং দক্ষিণ ২৪ পরগনা (৫৬)৷
কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ২ জন করে রোগীর মৃত্যু হয়েছে৷ হুগলি এবং জলপাইগুড়িতে মারা গিয়েছেন ১ জন করে রোগী৷