১২ বছর পর দায়স্বীকার, মুম্বই হামলায় জড়িত জঙ্গিদের নাম প্রকাশ পাকিস্তানের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুম্বাই হামলার পর কেটে গিয়েছে ১২ বছর। সেই স্মৃতি আজও টাটকা দেশবাসীর মনে। মুম্বইয়ের সামনে আরও এক ২৬ নভেম্বর আসতে চলেছে। ২৬ থেকে ২৯ নভেম্বর জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল ১৬৪ জনের। আহত হন অন্তত ৩০৮ জন।

বুধবার শীর্ষ পাক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি দেশের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের নামের তালিকা প্রকাশ করেছে। যাদের মধ্যে ১১ জন মুম্বাই হামলার সঙ্গে জড়িত। ভারতের দাবি এদের নাম আগেই ভারতের তরফে প্রকাশ করা হয়েছিল।

এপ্রসঙ্গে পাকিস্তানের তরফে ১১ জন লস্কর ই তইবা জঙ্গিদের নাম প্রকাশ করা হয়েছে তারা হল- ইফতিখার আলি, মহম্মদ আমজাদ খান, মহম্মদ উসমান, আবদুল রহমান, আতিক উর রহমান , রিয়াজ আহমেদ, শাহিদ গফুর , মহম্মদ নইম, আবদুল শকুর, মহম্মদ মুস্তাক , শাকিল আহমেদ , মহম্মদ সাবির সলফি ও মহম্মদ উসমানের মত জঙ্গিদের নাম।

তবে উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তানের তরফে প্রকাশ করা জঙ্গি তালিকায় হাফিজ সঈদ, মাসুদ আজহার, দাউদ ইব্রাহিম কারও নাম নেই। এই হাফিজই ২৬/১১ হামলার মাস্টার মাইন্ড। আর মাসুদ আজহার পুলওয়ামা হামলার মূল চক্রান্তকারী। কিন্তু তাঁদের নাম রাখেনি পাকিস্তান।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-chief-minister-suggested-increasing-the-number-of-locals-to-avoid-crowds/

আর দাউদকে নিয়ে কখনই কোনও তথ্য স্বীকার করেনি পাকিস্তান। যদিও দাউদের পাকিস্তান থাকা নিয়ে কোনও সংশয়ই নেই। তবে, রাষ্ট্রসংঘের জঙ্গি তালিকায় পাকিস্তানের বাসিন্দা হিসেবে দাউদের নাম রয়েছে।

উল্লেখ্য এর আগে বিভিন্ন সময় মুম্বই হামলায় পাকিস্তানের জড়িত থাকার দাবি করেছে ভারত। তবে প্রত্যেক সময়ই ভারতের সেই দাবি খারিজ করেছে পাকিস্তান। তবে এবার সরাসরি পাকিস্তানের তদন্তকারী সংস্থার থেকেই উঠে এসেছে এই জঙ্গিদের নাম।

সেক্ষেত্রে পাকিস্তানের তরফে এই নামগুলি প্রকাশ্যে আসা ভারতের দাবিতেই শিলমোহর পড়ল বলে মনে করছে কূটনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট