পিছু হটল পাকিস্তান, তালিবান সরকারকে স্বীকৃতি দেবে পরে
দ্য কোয়ারি ডেস্ক: কাবুল দখল করতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন, আফগানিস্তানবাসী দাসত্ব থেকে মুক্ত হলেন। তাঁর মন্তব্যে প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল তালিবান সরকারের প্রতি সমর্থন।
পাকিস্তান এবার পিছিয়ে এসেছে। ইসলামবাদের যুক্তি, এককভাবে আমরা তালিবান সরকারকে স্বীকৃতি দেব না।
যদিও তালিবান সরকারের প্রতি প্রচ্ছন্ন বার্তা দিয়েছে রাষ্ট্রসংঘ ছাড়া বৃহত্তম সেনা শক্তির দেশ আমেরিকা, চিন,রাশিয়া ও ইরান। আফগানিস্তানে ক্ষমতা দখল করা তালিবান জঙ্গিদের প্রতি ইঙ্গিতপূর্ণ বার্তা দিচ্ছে তুরস্ক, জার্মানি, ইংল্যান্ড।
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে আলোচনার পরই তালিবান সরকারের প্রতি সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি জানান, ১৯৯৬ সালে আফগানিস্তানকে প্রথমবার দখল করা তালিহান সরকারকে স্বীকৃতি দেওয়া তিনটি দেশের একটি ছিল পাকিস্তান। তবে এবারে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করা হবে না।