করোনার টিকা না নিলেই মোবাইল ব্লক করার হুঁশিয়ারি
ইমরান খানের নির্দেশে পাকিস্তান জুড়ে চাঞ্চল্য
দ্য কোয়ারি ডেস্ক: করোনার টিকা না নিলে জরিমানা তো হবেই। মোবাইল ব্লক করে দেওয়া হবে। এমনই নির্দেশ জারি করল পাকিস্তান সরকার। এর পরেই টিকাদান কেন্দ্রে হুমড়ি খেয়ে পড়েছেন সবাই।
বিবিসি জানাচ্ছে, এর আগে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইমরান খানের সরকার ব্যাপকহারে টিকাদান কর্মসূচির প্রচার করে। তবে টিকা নিতে পাক জনগণের আগ্রহ তেমন দেখা যায়নি। এবার মোবাইল বন্ধের নির্দেশ ঘিরে সরগরম অবস্থা।
এছাড়াও টিকা না নিলে নিষেধাজ্ঞার মধ্যে থাকছে সরকারি-বেসরকারি অফিস, রেস্টুরেন্ট ও শপিংমলে প্রবেশ নিষিদ্ধ এবং যে কোনও পরিবহণ সেবে থেকে বঞ্চিত।
পাকিস্তানের দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে করোনাভাইরাসে অতিসংক্রামক ডেলটা ধরন। ফলে পাক সরকার টিকা নিতে জোর প্রচার চালায়। এবার টিকা না নিলে মোবাইল ব্লক করার নির্দেশের পর কিছু কিছু এলাকায় টিকা নিতে আগ্রহী মানুষের সারি এক কিলোমিটারের বেশি ছাড়িয়ে যেতে দেখা যাচ্ছে।
কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনাকারী পাকিস্তানের সামরিক বাহিনি পরিচালিত ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশনস সেন্টার (এনসিওসি) বলছে, দেশের ২২ কোটি মানুষের মধ্যে এখন পর্যন্ত মাত্র ছয় দশমিক সাত শতাংশের টিকাদান পুরোপুরি সম্পন্ন হয়েছে।
গত মাসে পাকিস্তান সরকার ঘোষণা করে, করোনা টিকার সার্টিফিকেট ছাড়া কেউই সরকারি অফিস, স্কুল, রেস্তোরাঁ, পরিবহণ, শপিংমলে প্রবেশ এবং বিমানে ভ্রমণ করতে পারবেন না। এই ঘোষণার পরপরই দেশটিতে টিকা নিতে মানুষের ব্যাপক আগ্রহ দেখা যায়। এমনকি গত সপ্তাহে একদিনে প্রথমবারের মতো ১০ লাখ মানুষকে টিকা দেওয়ার রেকর্ডও হয়।