করোনার প্রবল সংক্রমণ বাংলাদেশে, ঈদ পালনে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ হাসিনার
খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রামে সংক্রমণ তীব্র
দ্য কোয়ারি ডেস্ক: প্রবল করোনা ঢেউ বাংলাদেশে শুরু হয়েছে। তারই মাঝে বুধবার ঈদ উল আজহা হবে। কোরবানির ঈদ উপলক্ষে কর্মস্থল থেকে বাড়ি ফেরার ভিড়ে সংক্রমণ আরও ছড়ানোর আশঙ্কায় বাংলাদেশ সরকার।
বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর সূত্রে খবর, আক্রান্তদের বেশিরভাগের ফুসৃুফুসে ৪০ শতাংশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। তীব্র সংক্রমণ চলছে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশালে। ঈদের পরেই টানা লকডাউনে যাচ্ছে বাংলাদেশ।
এদিকে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার ভীড় এমনই যে সমস্ত জেটি ঘাট, বাসে উপচে পড়ছে জনতা। পরিস্থিতি সামাল দিতে সরকার নাজেহাল। করোনার ডেল্টা সংক্রমণের কাবু বাংলাদেশ।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততে হবে।
প্রধানমন্ত্রী বলেন, গত এক বছরের বেশি সময় ধরে আমরা করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এই লড়াইয়ে আমি অনেক আপনজনদের হারিয়েছি। আজ তাঁদের স্মরণ করছি। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। এবং আমরা জিতব ইনশাআল্লাহ।
বুধবার পবিত্র ঈদ। ঈদের আগের দিন আজ রাজধানী ঢাকার ভেতরের সড়ক ফাঁকা। তবে ঘরে ফেরার মরিয়া চেষ্টার ভিড় ভয়ের কারণ।
ঈদ উপলক্ষে সরকারি ছুটির কারণে মঙ্গলবার থেকে চার দিন বন্ধ থাকবে করোনা সংক্রমণ রোধকারী গণটিকা কার্যক্রম। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত তিন দিন ঈদের ছুটি থাকবে। ২৩ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও টিকা কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার থেকে টিকাকরণ শুরু হবে ফের।