পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে আজই হাজিরার নির্দেশ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নিজাম প্যালেসে সন্ধে ৬ টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ১২ এপ্রিল পার্থ চট্টোপাধ্যায় কে হাজিরা নির্দেশ দিয়েছিল।

বাম চাপে বিদায় বিপ্লবের? বিধানসভায় সিপিএম‌ই প্রধান চিন্তা বিজেপির

এদিন একইসঙ্গে উপদেষ্টা কমিটির ৫ সদস্যকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বিকেল ৪ টের মধ্যে। সেই কমিটিতে রয়েছে শান্তিপ্রসাদ সিনহা সহ ৫ জন। আদালত মনে করছে পার্থ চট্টোপাধ্যায়ের অনুমোদনে তৈরী হওয়া কমিটি বেআইনি। শুধু তাই নয় এসএসসি দুর্নীতি কান্ডে এই কমিটির কোনো যোগসূত্র ছিল কিনা তার রহস্য ভেদ করতেই তৎপর হয়ে উঠেছে সিবিআই।

এদিন আদালতের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন তদন্ত চলাকালীন পার্থ-পরেশকে সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হোক। যেহেতু এসএসসি দুর্নীতি কেলেঙ্কারিতে রাজ্যের মন্ত্রী-প্রতিমন্ত্রী সহ শীর্ষ স্তরের আধিকারিকদের নাম জড়িয়ে যাওয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যাবে।

শুনানি শেষে রায়দানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামিম বলেন, ডিভিশন বেঞ্চ একথা বলেছে যে, ২০১৯ সালে যে উপদেষ্টা কমিটি নিয়োগ করা হয়েছিল তা অবৈধ ছিল। এখানে জনগণের টাকা নিয়ে বেআইনি লেনদেন চলেছে। সমস্ত মামলা ফের সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দিয়ে ডিভিশন বেঞ্চ বলেছে, বাগ কমিটির সুপারিশ অনুযায়ী এই তদন্ত হওয়া প্রয়োজন। সিবিআই এতদিন যে তদন্ত করেছে, অর্থাৎ শান্তিপ্রসাদ সিনহা-সহ বাকিদের জিজ্ঞাসাবাদ করে যা পেয়েছে সেই রিপোর্ট সিঙ্গল বেঞ্চে জমা দিতে হবে।

সম্পর্কিত পোস্ট