বিরোধীশূন্য বিধানসভায় শিল্প বাজেট পেশ পার্থ’র!!

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এ রাজ্যে শিল্পায়নের প্রচুর সম্ভাবনা রয়েছে।শিল্পায়নের মাধ্যমে রাজ্যে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই রাজ্য সরকারের লক্ষ্য।আর সেদিকে তাকিয়েই রাজ্যের শিল্প দফতরের বাজেট প্রস্তাব তৈরি করা হয়েছে বলে শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন।
বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় শিল্প দফতরের বাজেট প্রস্তাবের ওপর আলোচনা শেষে জবাবী ভাষণে তিনি এ কথা জানান।শিল্প মন্ত্রী বলেন,”আমাদের বক্তব্য পরিষ্কার। আমাদের যে অভিমুখ মমতা বন্দোপাধ্যায় তৈরি করেছেন, ডেস্টিনেশন বেঙ্গল। তার প্রেক্ষাপটে এই বাজেট করা হয়েছে।”আগামী মাসেই রয়েছে রাজ্যের গ্লোবাল বিজনেস সামিট। সেখান থেকে রাজ্যের বিপুল শিল্প সম্ভাবনার কথা তৈরি হতে পারে বলে মনে করছে রাজ্য সরকার।
শিল্প মন্ত্রী বলেন, “আমাদের অনেকদিনের ইচ্ছা, একটা বন্দর তৈরি করব। সেই লক্ষ্যে এ বার তাজপুর নিয়ে টেন্ডার ডাকা হয়েছে। এই বন্দরের কাজ শুরু হলে কর্মসংস্থানের চেহারা বদলে যাবে। পাশাপাশি দেউচা পাচামিতেও দেখা হচ্ছে, সেখানে সরকার প্যাকেজ ঘোষণা করেছে। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করে শিল্পায়নের সম্ভাবনা আরও তৈরি করা সম্ভব হবে।”
শিল্প বাজেট নিয়ে আলোচনার  সময় বিধানসভায় উপস্থিত ছিলেন না বিরোধীরা। বিরোধীশূন্য বিধানসভায় বাজেট পেশ করেন পার্থ।বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন,”বিরোধীরা রাজ্যপালকে গিয়ে বলবে হিসাব দাও। আবার শিল্প বাজেটে অনুপস্থিত থাকবে। এঁরা বাংলার মানুষ ও বিশেষত তরুণদের কাছে কী বার্তা দিচ্ছেন? যখন দেখি বিরোধীপক্ষ বিধানসভায় এসে বাজেটে যোগ দিচ্ছেন না। তখন আমাদের বক্তব্যের ধার কমে যায়।”

সম্পর্কিত পোস্ট