রানাঘাটের পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দিলেন পার্থসারথী চট্টোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতির পদ থেকে আগেই তাঁকে সরিয়ে ছিল দল। এবার রানাঘাটের পুর প্রশাসকের পদ থেকে থেকে ইস্তফা দিলেন পার্থসারথী চট্টোপাধ্যায়। বুধবার সেই পদত্যাগ পত্র জমা দেন তিনি।
পদত্যাগ করার পর তিনি বলেন, কোনোরকম শোকজ ছাড়াই জেলা তৃণমূলের সহ-সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এমনকি টেলিফোনেও যোগাযোগ করা হয়নি। একেবারে বাড়িতে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ মুখ্যসচিবের সঙ্গে কথা বলার পর ধর্মঘট প্রত্যাহার বাস সংগঠনগুলির
গোটা ঘটনায় তাঁর সম্মান ক্ষুন্ন হয়েছে বলে দাবী করেন তিনি। পরবর্তীকালে আর কোনও সুযোগ দিতে চাইছেন না তিনি। তাই স্বেচ্ছায় এক্সিকিউটিভ অফিসারের কাছে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।
তিনি আরও বলেন, অনেকের ওই চেয়ারের প্রতি লোভ রয়েছে। একটি হাউজের মধ্যে একজনকে অযোগ্য বলা হয়েছিল, কিন্তু তিনি সম্মানে আঘাত পেয়েও পদত্যাগ করেননি। কিন্তু আত্মসম্মানবোধের জন্য সেই পদ ত্যাগ করলেন তিনি।
কয়েকদিন আগেই জেলা সহ-সভাপতি থেকে অপসারিত করা হয় পার্থসারথী চট্টোপাধ্যায়কে। তখন থেকে তাঁর বিজেপি যোগের জল্পনা মাথাচাড়া দিয়েছে। পুর প্রশাসক পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়েছে।
যদিও পার্থবাবু জানিয়েছেন তিনি তৃণমূলেই রয়েছেন। এখনও কোনও সিদ্ধান্ত নেননি তিনি।