সেনাবাহিনী ও অসামরিক প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়াতে বিভিন্ন যৌথ পদক্ষেপ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সেনাবাহিনী ও অসামরিক প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়াতে বিভিন্ন যৌথ পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। শুক্রবার নবান্ন সভাঘরে সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের কর্তাদের সঙ্গে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের বৈঠক বসে।

মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌরহিত্য ওই বৈঠকে সামরিক ও অসামরিক কর্তৃপক্ষের পারস্পরিক বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

বৈঠকে সেনা কর্তারা ক্যান্টনমেন্ট এলাকায় নিয়ম ভেঙে বহুতল তৈরির অনুমোদন দেওয়ায় দুই পুরসভার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বলে সূত্রের খবর।

বন্ধ কল কারখানার অব্যবহৃত জমি ব্যবহার করে শিল্প গড়ার নীতি, অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

সেনা বাহিনীর এলাকায় বেআইনি বিজ্ঞাপনী হোর্ডিং,কলকাতা ময়দানের অপব্যবহার নিয়েও বৈঠকে সেনার তরফে অভিযোগ জানানো হয়েছে। সেনা বাহিনীর বিমান ব্যবহারের খরচ বাবদ রাজ্য সরকারের কাছে ১ কোটি টাকার বেশি বকেয়া রয়েছে বলেও জানানো হয়।

রাজ্য সরকারি চাকরিতে প্রাক্তন সেনা কর্মীদের চাকরিতে সংরক্ষণ বাড়ানোর দাবিও জানানো হয়েছে বলে খবর। অন্যদিকে সেনা বাহিনীর গাড়ি বারবার ট্রাফিক আইন ভাঙছে বলে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বৈঠকে অভিযোগ করেন। দুপক্ষই পারস্পরিক আলোচনার মাধ্যমে সব সমস্যার দ্রুত ও ইতিবাচক সমাধানের লক্ষ্যে পদক্ষেপের ব্যাপারে একমত হয়েছেন বলে প্রশাসনিক সূত্রের খবর।

সম্পর্কিত পোস্ট