পুলিশের সামনেই ডাক্তারকে কষিয়ে চড়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রসূতির মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র ইকবাল্পুরের একটি বেসরকারি হাসপাতাল। পুলিশের সামনেই ডাক্তারকে চড় মারলেন মৃতার স্বামী। মৃত মহিলার নাম পিঙ্কি ভট্টাচার্য। হাওড়ার তাঁতিপাড়ার বাসিন্দা ওই মহিলা। বৃহস্পতিবার সকালের এই ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, বুধবার সকালে পুত্র সন্তানের জন্ম দেন পিঙ্কি ভট্টাচার্য। পরিবারের তরফে জানানো হয়েছে, বুধবার রাত অবধি সুস্থ ছিল সদ্যজাত শিশু এবং তাঁর মা। কিন্তু রাত তিনটে নাগাদ মহিলার মৃত্যুর খবর জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরেই চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে সরব হয় মৃতের পরিবার। পরিবারের দাবী, অতিরিক্ত ডোজের ঘুমের ওষুধের জন্যই মৃত্যু হয়েছে পিঙ্কির।
আরও পড়ুনঃ দেওয়ালে মাথা ঠুকে বাচার চেষ্টা নির্ভয়াকান্ডে অভিযুক্ত বিনয়ের
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাতে অনেক সময় পরে হাসপাতালে উপস্থিত হয় মৃতার পরিবারের সদস্যরা। সেইসময়ে হাসপাতালে উপস্থিত চিকিৎসকের ওপর চড়াও হয় মৃতার পরিবার।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বেশ উত্তেজিত অবস্থায় চিকিৎসক বাসব মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলছে মৃতার পরিবার। সেইসময়েই হঠাৎ উঠে গিয়ে চিকিৎসকের গালে চড় কষান প্রসূতির স্বামী তপেন ভট্টাচার্য।
ঘটনাটি সামনে আসায় চিকিতসকনিগ্রহের অভিযোগ তুলে সরব হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ডেলিভারির জন্য বছর ৩০ এর এক গর্ভবতী মহিলাকে হাসপাতালে আনা হয়। বুধবার সকালে সি-সেকশানের পর মা এবং সন্তান দুজনেই সুস্থ ছিল। কিন্তু বৃহস্পতিবার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মহিলা। হাসপাতালের তরফে জরুরি সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল।
মৃতার পরিবারের সঙ্গে কথা বলে সেটাই বোঝানোর চেষ্টা করছিলেন চিকিৎসক। মৃতার ময়নাতদন্তের জন্য পরামর্শ দেন তিনি। সেই সময়েই মৃতার পরিবার ডাক্তারকে শারীরিকভাবে নিগ্রহ করে। ফলে হাসপাতাল জুড়ে অশান্তি ছড়ায়। ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। চিকিৎসকের শারীরিক নিগ্রহ কোনওভাবেই মেনে নেবে না হাসপাতাল কর্তৃপক্ষ।