Paytm : বর্ষশেষের আগেই চাকরি গেল প্রায় ১০০০ জনের ! Paytm সংস্থায় AI এর ধাক্কা

Paytm সংস্থায় AI এর ধাক্কা।

The Quiry : বর্ষশেষের আগেই চাকরি গেল প্রায় ১০০০ জনের ! Paytm সংস্থায় AI এর ধাক্কা। তবে এখানেই শেষ নয় , নতুন বছরেও কর্মী ছাঁটাই অব্যাহত থাকতে পারে বলে তাঁর বক্তব্যে ইঙ্গিত মিলছে। যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে। দক্ষ কর্মীদের জায়গা দখল করে নিচ্ছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স

AI এর মাধ্যমে কোম্পানির কর্মীদের জন্য খরচ ১০-১৫ % কমেছে বলেও উল্লেখ করেছেন Paytm মুখপাত্র। AI এর কাজে সংস্থা মুগ্ধ বলে জানিয়েছেন Paytm এর মুখপাত্র। বর্তমানে কর্মী ছাঁটাই হলেও শীঘ্রই এই সংস্থা ১৫ হাজার কর্মী নিয়োগ করবে বলেও জানিয়েছেন তিনি। সূত্রের খবর , চলতি বছরের অক্টোবর থেকেই Paytm এর বিভিন্ন ইউনিটে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছিল। এর প্রধান কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা।

Paytm : বর্ষশেষের আগেই চাকরি গেল প্রায় ১০০০ জনের ! Paytm সংস্থায় AI এর ধাক্কা

আরও খবর- Hyderabad Museum : মোটা অঙ্কের বেতনের বিনিময়ে চাকরি , সুযোগ দিচ্ছে হায়দ্রাবাদের মিউজিয়াম

কর্মীদের খরচ বাঁচাতে এককালীন বিনিয়োগ করে এআই-এর উপরই ভরসা করতে উদ্যত হয়েছে অধিকাংশ সংস্থা। Paytm এর পাশাপাশি গুগলেও কর্মী ছাঁটাই শুরু হয়েছে এবং সেখানেও রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। Paytm এর মুখপাত্র জানান, AI-এর সাহায্যে কাজগুলি স্বয়ংক্রিয়ভাবে করে নেওয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট