প্রয়াত কবি শঙ্খ ঘোষ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন কবি শঙ্খ ঘোষ। হোম আইসোলেশনে ছিলেন তিনি। বুধবার সকাল ৮ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোকের ছায়া বাংলার সাহিত্য জগতে।

১২ এপ্রিল থেকে সর্দি-কাশিতে ভুগছিলেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পর বেশ কিছুদিন ধরেই বাড়িতেই ছিলেন তিনি। কিন্তু হাসপাতালে যেতে রাজি হননি কবি শঙ্খ ঘোষ। তাই বাড়ি থেকেই চলছিল সমস্ত রকমের চিকিৎসা।

কিন্তু মঙ্গলবার থেকেই তাঁর শরীরের অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। বুধবার ভোর থেকে তা আরও কমতে থাকে। জীবনের লড়াইয়ে হেরে গেলেন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

২০১১ সালে পদ্মভুষণে সম্মানিত হন কবি শঙ্খ ঘোষ। এছাড়াও দেশিকত্তম এবং জ্ঞানপীঠ সম্মানে ভুষিত হন তিনি।

শঙ্খ ঘোষের মৃত্যুতে শোক জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রীয় সম্মানে তাঁকে ভূষিত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

সম্পর্কিত পোস্ট