অসমে যাওয়ার পথে তুফানগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার ভোররাতে কোচবিহারের তুফানগঞ্জের টোলপ্লাজা এলাকায় নাকা তল্লাশি চলাকালীন আগ্নেয়াস্ত্র সহ দুই জনকে গ্রেফতার করল তুফানগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, শনিবার ভোররাতে একটি মারুতি ভ্যান তল্লাশি করে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দুই জনের নাম ষষ্ঠী বর্মন এবং অশোক সাহা। ষষ্ঠী বর্মন এর বাড়ি দিনহাটা মহকুমার ভেটাগুড়ি এলাকায় এবং অশোক সাহার বাড়ি ফালাকাটায়।
আরও পড়ুনঃ আগের চেয়ে বেশী মার্জিনে ঝাড়গ্রামে জয়লাভ করবে বিজেপি, দাবী শুভেন্দুর
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্র গুলি নিয়ে অসমে বিক্রির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই দুই জন। উদ্ধার হয় একটি নাইন এমএম পিস্তল এবং একটি রিভলবার এবং মোট ৬ রাউন্ড গুলি। রবিবার সাংবাদিক বৈঠকে একথা জানান কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। রবিবার ধৃতদের তুফানগঞ্জ মহকুমা আদালতে তোলা হবে। পাশাপাশি ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হবে বলেও জানান তিনি।
কি কারণে এই অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল? এর পিছনে রাজনৈতিক কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখবে পুলিশ। সম্প্রতি কোচবিহারের বেশ কয়েকটি ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ভয়াবহ আকার ধারণ করেছে। পাল্লা দিয়ে বেড়েছে বন্দুক ও বোমার ব্যবহার। এর বিরুদ্ধে লাগাতার ব্যবস্থা গ্রহণের পথে নেমেছে পুলিশ।