প্রতারণার ছক ! রেলের টিকিটের অবৈধ কারবারিকে গ্রেফতার করল পুলিশ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিকে দিকে বাড়ছে প্রতারণার ছক। ফাঁদ পেতে এবার রেলের টিকিটের এক অবৈধ কারবারিকে হাতেনাতে গ্রেফতার করলো রেল পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।

ব্যাক্তিগত অ্যাকাউন্টকে ব্যাবসায়িক কাজে ব্যবহার করার অভিযোগে এক অবৈধ রেল টিকিট কারবারিকে গ্রেফতার করলো জলপাইগুড়ি রোড স্টেশনের আর পি এফ। জানা গিয়েছে ওই অভিযুক্ত ব্যক্তি জলপাইগুড়ি ইন্দিরা কলোনী এলাকার বাসিন্দা। নাম মনোজিত মোহন্ত।

আর পি এফ সুত্রে জানা গেছে মনোজিত মোহন্ত তার বাড়িতে কম্পিউটার, প্রিন্টার লাগিয়ে রীতিমতো ফেঁদে বসেছিলো রেল টিকিটের কারবার। গোপন সুত্রে খবর পেয়ে ফাঁদ পাতে জলপাইগুড়ি রোড স্টেশনের আর পি এফ থানার পুলিশ। অবশেষে বুধবার বিকেলে তাকে হাতেনাতে পাকড়াও করে রেল পুলিশের দল।

“চলো ব্রিগেড চলো”, ফ্ল্যাশ মব এবং গানের সুরে ব্রিগেডের অভিনব প্রস্তুতি

ঘটনায় জলপাইগুড়ি রোড স্টেশনের আর পি এফ আধিকারিক সুনিল কুমার জানান, মনোজিত মোহন্ত গত তিন বছর ধরে ব্যাক্তিগত অ্যাকাউন্ট ব্যাবহার করে রেলের টিকিট কেটে অবৈধ ভাবে ট্রেনের টিকিটের কারবার চালাচ্ছিলো। আমরা লোক লাগিয়ে রেখেছিলাম কিন্তু তাকে হাতেনাতে পাকড়াও করতে পারছিলাম না। অবশেষে বুধবার বিকেলে খবর আসার পর আমি টিম নিয়ে তার বাড়িতে পৌঁছে যাই। এরপর তাকে হাতেনাতে ধরে ফেলি।

ধৃতের কাছ থেকে বৃহস্পতিবারের ৪ টি টিকিট এবং আগেকার ৮ টি টিকিট পাওয়া গেছে। একটি মোবাইল ফোন এবং একটি রেজিস্ট্রার খাতাও উদ্ধার হয়েছে। এই খাতায় কাদের এবং কতদামে তিনি টিকিট বিক্রি করেছেন তার বিষদ হিসেব রয়েছে। ঘটনার যথাযথ তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট