লাখিমপুর খেরির ঘটনায় অন্যতম অভিযুক্ত আশীষ মিশ্রকে পুলিশের জিজ্ঞাসাবাদ শুরু
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে লাখিমপুর খেরিতে ৪ কৃষকের মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্রকে জিজ্ঞাসাবাদ শুরু করল পুলিশ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে জিজ্ঞাসাবাদ করা হয় লাখিমপুর খেরির ঘটনায় কাদের গ্রেফতার করা হয়েছে? সেবিষয়ে রিপোর্ট জমা দিতে৷ এরপরেই কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে শুরু জিজ্ঞাসাবাদ।
এই প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী আশীষ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। লখনউ পুলিশের আইজি লক্ষ্মী সিংয়ের তলবের পরেই হাজির হন আশীষ। আইজি বলেন, আমরা কাউকে আটকানোর চেষ্টা করছি না৷ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে ২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে ৮ জনের মৃত্যুর ঘটনায় সারা দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ, মৃতদের মধ্যে ৪ জন কৃষককে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্র। অভিযোগ, সেই সময় গাড়ির ভিতরে ছিলেন তিনি৷
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন আশীষ। তিনি বলেন, অন্য একটি অনুষ্ঠানে সারা দিন ব্যস্ত ছিলেন৷ কিন্তু গাড়ির মালিক অজয় মিশ্র৷ ঘটনার পর সেখান থেকে আশীষকে কর্ডন করে নিয়ে যাওয়া হয়। এমনকি গুলি চালানো হয় বলে অভিযোগ৷