ত্রিপুরা: CPIM পার্টি অফিসে হামলা, বাম কর্মীদের মারে জখম বিজেপি সমর্থকরা
বিধানসভা ভোটে বিজেপি হারছেই: মানিক সরকার
দ্য কোয়ারি ডেস্ক: রাজনৈতিক সংঘর্ষে বারবার আলোচনার কেন্দ্রে ত্রিপুরা। দিনভর রাজ্যের খোয়াই জেলায় সাংগঠন্ক শক্তি প্রদর্শন করল বিরোধী দল সিপিআইএম। তারই মাঝে জেলা কার্যালয়ে হামলা ও প্রতি হামলায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন:
ত্রিপুরা: মানিকের হুঙ্কার বিজেপি হারছেই
সিপিআইএম খোয়াই জেলা কমিটির অভিযোগ, জেলা কার্যালয়ে হামলা চালায় শাসক বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা। বাম সমর্থকরা তেড়ে যান হামলাকারীদের দিকে। কয়েকজন দুষ্কৃতিকে ব্যাপক মারধর করা হয়। তাদের চিকিৎসা চলছে। সেই ছবি প্রকাশ করেছে সিপিআইএম। আক্রান্ত নিজেকে বিজেপি সমর্থক বলে দাবি করেছে।
এদিকে সকাল থেকে পরপর মিছিল করে খোয়াইয়ে সাংগঠনিক শক্তি দেখান প্রাক্তন সাংসদ জীতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, বিজেপির হামলার বিরুদ্ধে দলীয় কর্মীরা রুখে দাঁড়ান।
খোয়াই জেলার রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। গত শনিবার জেলার কমলপুর মহকুমায় সিপিআইএমের পার্টি অফিসে আগুন ধরানো হয়। অভিযোগ, পুলিশের সামনেই হামলা চালিয়েছিল বিজেপি সমর্থকরা। সেই পুড়ে যাওয়া অফিস ঘুরে দেখেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি বলেছেন, বিধানসভা ভোটের ফলাফল বের হওয়ার পর থেকে রাজনৈতিক সন্ত্রাস চলছে রাজ্যে। পরবর্তী ভোটে বিজেপি রাজ্য থেকে মুছে যাবে।