তেল চুরির প্রতিবাদ, ব্যবসায়ীকে কামড়ে মাংস তুলে নিল হামলাকারী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  তেল চুরির প্রতিবাদ করায় আক্রান্ত হতে হল এক ওষুধ ব্যবসায়ীকে। আক্রান্ত আশিস সাহার মাথা ইঁট দিয়ে ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।এমনকি,বাধা দিতে গেলে কামড়ে তাঁর বুকের মাংসও তুলে নেয় হামলাকারী। ঘটনাটি বারাসতের বনমালিপুরের।

এরপর রক্তাক্ত অবস্থাতেই তিনি অভিযোগ জানাতে ছুটে যান বারাসত থানায়।

রক্তে তখন গায়ের জামা লাল হয়ে গিয়েছে।মাথা থেকেও ঝরছে অঝোরে রক্ত।সেই দৃশ্য দেখে চমকে যান থানার পুলিশ অফিসারেরাও। ব্যবসায়ীকে উপদেশ দেন,আগে হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর। তারপর অভিযোগ করার অনেক সময় থাকবে!

পুলিশের উপদেশ মেনে আক্রান্ত ব্যবসায়ী দেরি না করে চিকিৎসার জন্য যান বারাসত জেলা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,আক্রান্ত আশিস বাবুর বাড়ি বারাসতের বনমালিপুরে। তাঁর বড় বাজারে পঞ্চানন মার্কেটে ওষুধের দোকান রয়েছে।

আজ দুপুরে বনমালিপুরের একটি ক্লাবের সামনে ওই ব্যবসায়ীর বাইক দাঁড় করানো ছিল। সেই সময় গৌরাঙ্গ পাল নামে এক ব্যাক্তি তাঁর বাইক থেকে তেল চুরি করছিলেন বলে অভিযোগ। তা দেখে প্রতিবাদ করেন ওই ব্যবসায়ী।

অভিযোগ,এরপরই তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে সে। হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। দু-এক কথার মধ্যে আচমকাই ওই ব্যাক্তি ইট তুলে আঘাত করে ব্যবসায়ীর মাথায়। মাথা থেকে গলগল করে বেরতে থাকে রক্ত।সেই অবস্থায় বাধা দিতে গেলে তাঁর বুকে কামড় দেয় হামলাকারী।

চিৎকার-চেঁচামেচি শুরু হলে সুযোগ বুঝে সেখান থেকে চম্পট দেয় সে। এরপর,রক্তাক্ত অবস্থাতেই অভিযোগ জানাতে বারাসত থানায় ছুটে যান আক্রান্ত ব্যবসায়ী। তাঁর শরীর থেকে রক্ত ঝরতে দেখে পুলিশ অফিসাররা আগে চিকিৎসা করার পরামর্শ দেন তাঁকে। সেই মতো বারাসত জেলা হাসপাতালে যান চিকিৎসা করাতে।

আনলক ওয়ানঃ বেসরকারি বাসে উঠলেই এখন ১০ টাকা

হাসপাতালে আক্রান্ত ব্যবসায়ী আশিস সাহা বলেন,” গৌরাঙ্গ সাহা নামে যে ব্যাক্তি হামলা চালিয়েছে সে আগে পুলিশের চাকরি করত।তার আচরন ও ব্যবহারের জন্য চাকরি খোয়াতে হয় তাকে। এখন সে নেশাগ্রস্থ।নেশার টাকার জন্যই সম্ভবত আমার বাইকের তেল চুরি করছিল সে।হাতে তেলের একটি জারও ছিল।প্রতিবাদ করা মাত্রই আমার ওপর ঝাঁপিয়ে পড়ে ওই ব্যাক্তি।অকথ্য ভাষায় গালিগালাজ ও ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় আমার।হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিক,সেটাই চায়।পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।”

এদিকে,হাসপাতালে নিয়ে যাওয়ার পর আক্রান্ত ব্যবসায়ীর মাথার আঘাত বুঝতে সিটি স্ক্যান করা হয়েছে।মাথায় পড়েছে বেশ কয়েকটি সেলাইও। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

অন্যদিকে,আক্রান্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলে ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বারাসত থানার পুলিশ।তাঁরা জানিয়েছে,”এবিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।গ্রেপ্তারও করা হবে হামলাকারীকে”।

সম্পর্কিত পোস্ট