লকডাউনে গৃহবন্দি ২১৪বাস রুটের চালক ও কন্ডাকটরদের আর্থিক সহায়তা প্রদান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নিউ বারাকপুর সাজিরহাট থেকে বাবুঘাট গামী ২১৪ বাস রুটের চালক ও কনডাকটরদের আর্থিক সহায়তা প্রদান করা হয় স্থানীয় সাজিরহাট কালীমন্দির মঞ্চে।
২১৪বাস রুট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রুটের ৭০ জন শ্রমিক কর্মীদের হাতে জনপ্রতি এক হাজার টাকা সহায়তা করা হয় এদিন।
উপস্থিত ছিলেন ২১৪বাস সিন্ডিকেটের সভাপতি মহম্মদ এস এন মল্লিক,সম্পাদক জুলফিকার আলি,নিউ ব্যারাকপুর আই এন টিটি ইউ সির সভাপতি প্রবীর সাহা,বাস ইউনিয়নের সস্পাদক শচীন হালদার,পঙ্কজ হাওলাদর সহ শ্রমিক ইউনিয়নের কর্মচারি গন।
আরও পড়ুনঃ সেবায় প্রয়োজনীয়তা নেই রাজনীতির ,আসুন সবাই হাতে হাত ধরিঃ অতনু প্রসাদ মিত্র, খাদ্যদ্ৰব্য বন্টন -দিন ২
লকডাউনে গৃহবন্দি অসহায় বাসরুটের ৭৩জন চালক কন্ডাকটরদের হাতে সাধ্যমতো চাল ডাল আলু, সোয়াবিন, লবন, একটি ডেটল সাবান আগেই খাদ্যসামগ্রী বন্টন করা হয়েছিল।
জনপ্রতি শ্রমিক কর্মীদের হাতে এক হাজার টাকা সহায়তা করা হয়। বাস রুটের শ্রমিক ইউনিয়ন এবং ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় লকডাউন থাকাকালীন অসহায় বাসরুটের চালক ও কন্ডাকটরদের পরিবারের পাশে সংগঠন রয়েছে এবং থাকবেও।