করোনা মোকাবিলায় হোমিওপ্যাথিক ওষুধ প্রদান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গঙ্গারামপুর থানার প্রতিটি পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ারদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্সেনিক অ্যালবাম ৩০ নাম হোমিওপ্যাথিক ওষুধ প্রদান করলো হোমিওপ্যাথিক চিকিৎসক তথা সমাজসেবী অজয় দাস। আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডুর হাতে তুলে দেওয়া হলো এই ওষুধ।
করোনা সংকটের প্রথম লগ্ন থেকেই রাজ্যের পুলিশ প্রশাসন যোদ্ধার মতো লড়াই চালাচ্ছেন। আর এই লড়াই করতে গিয়েই অনেক পুলিশকর্মী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে পড়েছেন।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানাতেও বেশ কয়েকজন পুলিশকর্মীকে সিভিক ভলেন্টিয়ার করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে পড়েন।
তাই গঙ্গারামপুর থানার অন্যান্য করোনা যোদ্ধাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গঙ্গারামপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা তথা হোমিওপ্যাথিক চিকিৎসক অজয় দাস এগিয়ে এলেন।
ক্যাব চালকদের করোনা সংক্রমণ রুখতে একগুচ্ছ দাবিতে পরিবহন দফতরে চিঠি
ইতিমধ্যেই ভারত সরকারের আয়ুস মন্ত্রক আর্সেনিক এলবাম ৩০ নামে হোমিওপ্যাথিক একটি ওষুধ কে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সাধারণ মানুষকে ব্যবহার করতে অনুরোধ করেছেন।
তাই অজয় বাবু গঙ্গারামপুর থানার প্রতিটি পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ারদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্সেনিক অ্যালবাম ৩০ ওষুধটি আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডুর হাতে তুলে দিলেন।
পুলিশকর্মীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই চিকিৎসকের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গঙ্গারামপুর থানার প্রতিটি পুলিশ কর্মী থেকে সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকেই।