লকডাউনে অবসর নেওয়া সরকারি কর্মচারীদের জন্য প্রভিশনাল পেনশন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। লকডাউন পিরিয়ডে সরকারি চাকুরি থেকে অবসর নেওয়া সরকারি কর্মচারীদের প্রভিশনাল পেনশন দেবে রাজ্য সরকার।
আসলে সরকারি কর্মচারীদের একটা মস্তবড় সুবিধা তাঁদের পেনশন। অবসরকালীন জীবনে এই পেনশনই তাঁদের মস্ত বড় সহায় ও অবলম্বন।
কিন্তু করোনা জনিত পরিস্থিতিতে বিগত তিন মাসে এমন অনেকেই সরকারি চাকুরি থেকে অবসর নিয়েছেন যারা এখনও সব নথি ঠিক মতন জমা দিতে পারেননি। তার জেরে অনেকেই অবসরের পরে পেনশন পাচ্ছেন না।
মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক,বাংলাকে বঞ্চনা নিয়ে সরব তৃণমূল
এবার তাঁরাও যাতে পেনশন পান সে বিষয়ে পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার।
মঙ্গলবার অর্থদফতরের জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে কোভিড-১৯ ও লকডাউনের কারনে এই তিন মাসের মধ্যে যারা অবসর নেওয়ার পরেই পেনশনের জন্য নথি ঠিকমতন জমা দিতে পারেননি তাঁদের প্রভিশনাল পেনশান দেওয়া হবে জুলাই মাস থেকে।
এর জন্য ওই কর্মী যে দফতরে কাজ করতেন তার হেড আধিকারিককে চলতি মাসের মধ্যে প্রয়োজনীয় সব নথি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পরে মূল পেনশন চালু হলে তখন এই প্রভিশনাল পেনশনের পরিমাণ অর্থ কেটে নেওয়া হবে।