বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আর প্রধানমন্ত্রী বলেছেন আত্মনির্ভর হতে, মোদী কে কটাক্ষ রাহুলের
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: করোনা মোকাবিলা নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার ফের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে আক্রমণ শানালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশবাসীকে আত্মনির্ভর হওয়ার কথা বলছেন। ওয়ানাডের কংগ্রেস সাংসদ বলেন, গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ পার হতে চলেছে। একটিভ কেসের সংখ্যা ১০ লক্ষ পার হতে চলেছে। আর প্রধানমন্ত্রী আত্মনির্ভর হওয়ার কথা বলছে। কারণ, প্রধানমন্ত্রী ময়ুর নিয়ে ব্যস্ত রয়েছেন।
টুইটারে কেন্দ্রীয় সরকারের কোভিড মোকাবিলা নিয়ে কটাক্ষ করেন রাহুল। কংগ্রেস কার্যকরী সভানেত্রী সোনিয়া গান্ধীর চিকিৎসার জন্য এই মুহুর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ। বাদল অধিবেশনের শুরুর দিনে অনুপস্থিত থাকলেও মোদি সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
গত কয়েকমাস ধরে টুইটারে লাগাতার কেন্দ্র সরকারকে কটাক্ষ করে চলেছেন রাহুল গান্ধী। বেকারত্ব, লাদাখ ইস্যু এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বারবার কেন্দ্র সরকারকে তুলোধোনা করেছেন তিনি।
कोरोना संक्रमण के आँकड़े इस हफ़्ते 50 लाख और ऐक्टिव केस 10 लाख पार हो जाएँगे।
अनियोजित लॉकडाउन एक व्यक्ति के अहंकार की देन है जिससे कोरोना देशभर में फैल गया।
मोदी सरकार ने कहा आत्मनिर्भर बनिए यानि अपनी जान ख़ुद ही बचा लीजिए क्योंकि PM मोर के साथ व्यस्त हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) September 14, 2020
পাল্টা রাহুল গান্ধীকে কটাক্ষ করতে ছাড়েননি সরকার পক্ষের নেতারাও। নিয়মিত টুইট নিয়ে রাহুলকে তোপ দাগেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবীশঙ্কর প্রসাদ।