Railway Recruitment : সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে নিয়োগ
Railway Recruitment
The Quiry : Railway Recruitment মূলত সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে ইতিমধ্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাধ্যমিক পাশ হলেই আরপিএফ পদের জন্য আবেদন করা যাবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
কীভাবে আবেদন করবেন ?
১) প্রার্থীদের প্রথমে রেলের ওয়েবসাইট rpf.indianrailways.gov.in – এ যান।
২) RPF Recruitment 2024 অপশনে ক্লিক করতে হবে। তাহলেই নতুন একটা উইন্ডো খুলবে।
৩) নাম , মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রার করে লগ-ইন করতে হবে।
৪) এবার আবেদনপত্র খতিয়ে দেখে পূরণ করুন।
৫) আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
৬) এবার অনলাইনে আবেদন ফি দিয়ে আবেদনপত্রটি জমা দিন।
কনস্টেবল ও এসআই পদে আবেদনের ফি একই, ৫০০ টাকা। তবে মহিলা, এসসি, এসটি ও অনগ্রসর প্রার্থীদের আবেদন ফি ২০০ টাকা ধার্য করা হয়েছে। ডেবিট বা ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা অনলাইনে পেমেন্ট করা যাবে। কনস্টেবল পদের জন্য প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে এবং এসআই পদের জন্য বয়স ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
কীভাবে প্রার্থী নির্বাচন হবে ?
১) প্রার্থীদের প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা CBT দিতে হবে। পরীক্ষার সময়সীমা দেড় ঘণ্টা।
২) লিখিত পরীক্ষায় পাশ করলে শারীরিক পরীক্ষা নেওয়া হবে। যার মধ্যে নির্দিষ্ট উচ্চতার পাশাপাশি দৌড়, লং জাম্প ও হাই জাম্পে নির্দিষ্ট মাপকাঠি উত্তীর্ণ হতে হবে।
৩) শারীরিক পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের নথি যাচাই করা হবে। সেগুলি ঠিক থাকলেই চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
Railway Recruitment : সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে নিয়োগ
আরও খবর- Microsoft : উইন্ডোজ কি-বোর্ডে AI Copilot সার্ভিস ! ১৯৯৪ এর পর নয়া ফিচার মাইক্রোসফটের
কনস্টেবল পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে। আর সাব ইন্সপেক্টর পদের জন্য কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। আগ্রহী প্রার্থীরা অবিলম্বে রেলের ওয়েবসাইট rpf.indianrailways.gov.in – এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।