ত্রিপুরার পুরনির্বাচনে কেরামতি দেখিয়েছিলেন রাজীব, এবার তাঁর সামনে আরও বড় লক্ষ্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সাফল্য আসলে মানুষের সামনে আরও বড় চ্যালেঞ্জ নিয়ে আসে। বর্তমানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ঠিক তেমনই পরিস্থিতির সম্মুখীন। গতবছর ত্রিপুরার পুর নির্বাচনে বিজেপি ব্যাপক সন্ত্রাস করে। বেশিরভাগ জায়গাতেই বিরোধীদের প্রার্থী দিতে দেয়নি। তারই মধ্যে যেটুকু নির্বাচন হয়েছে তাতে অভূতপূর্ব সাফল্য পায় তৃণমূল।

মাত্র ৬ মাস আগে সেই রাজ্যে পথ চলা শুরু করে প্রায় ২০ শতাংশ ভোট ছিনিয়ে নেয় তারা। রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই অভূতপূর্ব সাফল্যের পিছনে ছিলেন রাজীব। মূলত তাঁর সাংগঠনিক দক্ষতার কারণেই প্রথমবার লড়াই করেই ত্রিপুরার প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে তৃণমূল।

রাজীবের এই দক্ষতার প্রমাণ পেয়ে এবার তাঁর সামনে নতুন লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁকে ত্রিপুরার ইনচার্জ ঘোষণা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন ২০২৩ এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরার ক্ষমতা দখল করাটাই দলের প্রধান লক্ষ্য। এক্ষেত্রে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক দক্ষতা ও পরিচালন ক্ষমতা যে অনুঘটকের কাজ করছে তা বোঝাই যাচ্ছে।

Tripura TMC : ত্রিপুরায় তৃণমূলের কোচ রাজীব, ক্যাপ্টেন সুবল

এই বিষয়ে আমরা রাজীবের সঙ্গে কথা বলেছিলাম। স্বাভাবিকভাবেই এত বড় একটি দায়িত্ব পেয়ে তিনি দৃশ্যত খুশী। তবে একই সঙ্গে চোয়াল শক্ত করে বলেন, “দল, দলনেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর ভরসা করেছেন। এটাই সেরা প্রাপ্তি। এই দায়িত্ব আমাকে লড়াইয়ের ব্যাপারে আরও একাগ্র করবে। ত্রিপুরায় তৃণমূলকে ক্ষমতায় না আনা পর্যন্ত বিশ্রামের কোন‌ও প্রশ্ন ওঠে না। এখানকার মানুষ তৃণমূলের হাত ধরে বিজেপির অপশাসন থেকে মুক্তি পেতে চাইছে।”

বোঝা গেল গুরুদায়িত্ব পেয়েই কাজ শুরু করে দিয়েছেন রাজীব। বাকিটা সময় বলবে।

সম্পর্কিত পোস্ট