রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটিতে জায়গা পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়েবডেস্ক : পশ্চিমবাংলায় নির্বাচন কমিশন আট দফায় নির্বাচন হবে বলে জানিয়ে দিয়েছে। একইসঙ্গে রাগ হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। ৮ দফার বঙ্গযুদ্ধে শামিল হতে কোমর বেঁধে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল।
শুক্রবার রাজ্য বিজেপির তরফে নির্বাচনকে কেন্দ্র করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়। এছাড়া রাজ্য বিজেপিতে পদ পেলেন তৃণমূল ছেড়ে আসা বাণী সিংহ রায়, প্রবীর ঘোষাল, সুনীল মণ্ডল।
বিজেপির কার্যনির্বাহী কমিটিতে রাজীব ও শুভেন্দুর নাম যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। একইসঙ্গে বিজেপির অন্দরমহল সূত্রে জানা গিয়েছে এবারের নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বড় ভূমিকা থাকবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের।
প্রসঙ্গত বিজেপিতে যোগদানের পর থেকেই শাণিত বাক্যবাণে রাজ্য সরকারকে ক্রমাগত বিভিন্ন ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন প্রাক্তন দাপুটে মন্ত্রী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণের নিশানায় থাকলেও কোথাও সেই মাত্রা শালীনতার সীমা অতিক্রম করেনি। এই মুহূর্তে যার নজর কেড়েছে রাজ্যবাসীর।
ওয়াকিবহাল মহলের মতে, তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে গিয়েছেন এবারের নির্বাচনে বিজেপি তাদের হাতেই অনেকখানি ব্যাটন তুলে দিচ্ছেন। তার মধ্যে বড় ভূমিকা থাকবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্বের।
ইতিমধ্যেই রাজ্যের আট দফায় কোথায় কোথায় নির্বাচন হবে তা ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এবার ঘোষণা প্রার্থী বাছাইয়ের। ২৯৪ টি কেন্দ্রে বিজেপি, তৃণমূল তো বটেই সেই সঙ্গে বাম – কংগ্রেস জোট কাকে কোথায় প্রার্থী করবেন সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের আমজনতা।
একইসঙ্গে প্রশ্ন উঠে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে প্রার্থী হওয়া নিয়েও। তাহলে ভবানীপুরে তৃণমূলের তরফে কাকে বেছে নেওয়া হবে ? আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন তো নন্দীগ্রাম থেকে?
উল্লেখ্য ৮ দফায় নির্বাচন নিয়ে মোটেও খুশি নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।
তারই পাল্টা জবাব দিয়েছেন বেহালার একটি জনসভা থেকে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেই তিনি বলেন, উনি জানেন উনি হেরে গেছেন। তাই রাজ্যে ৮ দফার নির্বাচন প্রসঙ্গে কমিশনের ওপর ক্ষোভ প্রকাশ করছেন তিনি। একইসঙ্গে নির্বাচন কমিশনের তৎপরতা নিয়েও প্রশংসা করেন রাজীব।
এখন শুধু সময়ের অপেক্ষা প্রার্থী তালিকা প্রকাশের।