মোদি-বাইডেন বৈঠকের আগে পোটাসকে ট্যাগ করে টুইট রাকেশ টিকায়েতের

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: ৩০০ দিন অতিক্রান্ত হয়েছে দিল্লি উপকন্ঠে কৃষকদের আন্দোলন। তবুও কৃষকদের আন্দোলনের উত্তাপ আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়লেও কৃষকদের নিয়ে উচ্চবাচ্য করেনি সরকার৷

তাই মোদি-বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকের আগে পোটাসকে ট্যাগ করে ট্যুইট করলেন সংযুক্ত কিষাণ মোর্চার অন্যতম নেতা রাকেশ টিকায়িত।

শুক্রবারই প্রথমবার হোয়াইট হাউজে মুখোমুখি বৈঠক সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঠিক তারই আগে কৃষক নেতার ট্যুইট ঘিরে সমালোচনা শুরু হয়েছে।

ট্যুইটে মার্কিন প্রেসিডেন্টের কাছে আর্জি জানিয়েছে কৃষক নেতা লেখেন, আমরা গত ১১ মাস ধরে তিন কৃষি আইনের প্রতিবাদে আন্দোলন জারি রেখেছি। আন্দোলন চলাকালীন প্রায় ৭০০ জন কৃষকের মৃত্যু হয়েছে।

কৃষকদের স্বার্থে এই ‘কালো আইন’ ফিরিয়ে নেওয়া হোক। বৈঠকে কৃষকদের বিষয়টি তুলে ধরার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আর্জি জানিয়েছেন তিনি।

গত বছরের সেপ্টেম্বর মাসে পাশ হওয়া তিন আইনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন জারি রেখেছেন কৃষকরা। সিংঘু, টিকরি এবং গাজিপুর সীমান্তে অবস্থান বিক্ষোভ জারি কৃষকদের৷

কখনও হাড় কাঁপানো ঠান্ডা, কখনও গরমের দাবদাহ আবার বৃষ্টিকে উপেক্ষা করে কেবলমাত্র ধৈর্য এবং অনুশাসনকে হাতিয়ার করেই জারি আন্দোলন। আন্দোলনে শামিল হয়েছেন দেশের লক্ষাধিক কৃষক।

চলতি বছরে শেষবার দুই পক্ষের মধ্যে ১১ তম বৈঠক হয়েছে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। কৃষি আইন তুলে না নেওয়া অবধি আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন কৃষকরা৷

এর আগে কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন আমেরিকান গায়িকা রিহানা, গ্রেটা থুনবার্গ, মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের আত্মীয় মিনা হ্যারিস, আমান্ডা শেরনি, জে সিন সহ আরও অনেকে।

সম্পর্কিত পোস্ট