অবশেষে গুরমিত রামরহিম সহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ঘোষণা করল আদালত

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০০২ সালে রণজিৎ সিং হত্যার ঘটনায় ডেরা সাচ্চা সৌদার প্রধান রাম রহিম সহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল পঞ্চকুলার সিবিআই আদালত। একইসঙ্গে লক্ষাধিক টাকার জরিমানা দিতে হবে দোষিদের।

এই ঘটনায় অন্য চার দোষিদের নাম, কৃষণ সিং, যশবীর সিং, অবতার সিং এবং সবদিল৷ ষষ্ঠ ব্যক্তির আগেই মৃত্যু হয়েছে।

২০১৭ থেকে রোহতকের সুনারিয়া জেলে বন্দী ছিলেন গুরমিত রামরহিম৷ যদিও সিবিআইয়ের দাবী ছিল প্রত্যেকের ওপর ৩০২ ধারা লাগু করা হোক। একইসঙ্গে দোষীদের কড়া শাস্তি দেওয়া হোক৷

কৃষকদের ‘রেল রোকো’ আন্দোলনে দেশজুড়ে অবরুদ্ধ ১৬০ জোড়া ট্রেন

শুক্রবার শেষ শুনানিতেই প্রমাণিত হয়ে গিয়েছিল ২০০২ সালে রণজিৎ সিংকে হত্যার পিছনে রামরহিম দায়ী। সোমবার তার রায় ঘোষণা করলেন বিচারপতি সুশীল গর্গ।

অভিযোগ, একসময় গুরমিত রামরহিমের ভক্ত ছিলেন রণজিৎ সিং৷ তিনি গুরমিতের সমস্ত কার্যকলাপ ভক্তদের মধ্যে জানাতে শুরু করে। সেখানে উল্লেখ ছিল আশ্রমের মধ্যেই মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন রামরহিম৷ তা জানতে পেরেই খুন হতে হয়েছিল রণজিৎকে।

এর আগে ধর্ষণের মামলায় ২০ বছরের জেল হয়েছিল রামরহিমের। এবার খুনের মামলায় দোষের সাজা আরও বাড়ল।

সম্পর্কিত পোস্ট