Recruitment : সতলুজ জলবিদ্যুৎ নিগমে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ
সতলুজ জলবিদ্যুৎ নিগমে কর্মী নিয়োগ
The Quiry : সতলুজ জল বিদ্যুৎ নিগম প্রায় ৪০০ পদে নিয়োগ করবে। ইতিমধ্যেই এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই ৪০০ জনকে অ্যাপ্রেন্টিস পদে নেওয়া হবে বলে জানানো হয়েছে। কিভাবে করবেন আবেদন ?
সতলুজ জল বিদ্যুৎ নিগমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর জন্য অনলাইনে আবেদন করতে হবে। ১৪ ডিসেম্বর থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ৭ জানুয়ারি অবধি।
আরও খবর- IPL : পান্ডিয়া ইন, রোহিত আউট – ৫ বার আইপিএল জয়ী অধিনায়ককে সরিয়ে দিল মুম্বই
Recruitment : সতলুজ জলবিদ্যুৎ নিগমে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ
মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল, সিভিল, আর্কিটেকচার, ইনস্ট্রুমেন্টেশন, অ্যাপ্ল্যায়েড জিওলজি, আইটি, হিউম্যান রিসোর্স পদে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট শাখায় বি টেক বা স্নাতক পাশ করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আইটিআই পাশ করাদেরও নিয়োগ করা হবে।The