বৃহৎ অংশের মানুষের সাহায্যার্থে অ্যাপ চালু করল রেড ভলেন্টিয়ার্স

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা অতিমারি পরিস্থিতিতে বারাসাত বাসীর সাহায্যার্থে একটি মোবাইল অ্যাপ্লিকেশন পরিষেবা চালু করলো রেড ভলেন্টিয়ার্স। বৃহস্পতিবার এই অ্যাপের আনুষ্ঠানিক সূচনা করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বিধানসভা নির্বাচনে একটি আসন না পেয়েও করোনার লকডাউন পরিস্থিতিতে অসহায় গরীব মানুষদের পাশে থেকে অবিরাম কাজ করে চলেছে রেড ভলেন্টিয়ার্সরা।

রোগীদের অক্সিজেন পরিষেবা থেকে শুরু করে হাসপাতালে ভর্তি করানো, এমনকি করোনা রোগীর পরিবার ও দুস্থদের খাদ্য সামগ্রী পৌঁছে দিতে যথেষ্ট সক্রিয় ভূমিকায় দেখা গেছে রেড ভলেন্টিয়ার্স সদস্যদের। কিন্তু বহু মানুষ সমস্যায় পড়লে ভলেন্টিয়ারদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছিলেন না অনেকেই।

সেই সমস্যার সমাধানে এগিয়ে এলো বারাসাতের রেড ভলেন্টিয়ার্সের সদস্যরা। রেড ভলেন্টিয়ার্সরা ‘বারাসাত’ নামক একটি মোবাইল অ্যাপ পরিষেবা চালু করে বৃহ্স্পতিবার। যেখানে করোনা রোগীদের দ্রুত অক্সিজেন পরিষেবা দেওয়া থেকে শুরু করে ওষুধ পৌঁছে দেওয়ার পাশাপাশি বারাসাতের প্রতিটি ওয়ার্ডের রেড ভলেন্টিয়ার্স সদ্যসদের যোগাযোগ নম্বর রয়েছে এই অ্যাপের মধ্যে।

যার ফলে সহজেই  সমস্যায় পড়লেই মানুষ যোগাযোগ করতে পারবে রেড ভলেন্টিয়ার্সদের সঙ্গে। গুগল প্লে স্টোরে গিয়ে রেড ভলেন্টিয়ার্স বারাসাত লিখে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। সহজেই বারাসাত বাসী রেড ভলেন্টিয়ার্সদের সবরকম সহযোগীতা পাবে বলে জানালেন রেড ভলেন্টিয়ার্স সদ্যস গোপাল কুন্ডু।

প্রসঙ্গত, ২০২১ এর বিধানসভা নির্বাচনে একটিও সিট পায়নি বামেরা। তারপরেও সাধারণ গরিব মানুষের পাশে থেকে কাজ করে চলেছে বামেদের ইয়ং ব্রিগেড ‘রেড ভলেন্টিয়ার্স’। করোনা অতিমারি পরিস্থিতিতে রাজ্য জুড়ে রেড ভলেন্টিয়ার্সের সদস্যরা বিভিন্ন উপায়ে মানুষের পাশে থাকতে উদ্যোগী হয়েছে।

উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা তো দূর, ৬ মাস পর অস্তিত্ব সঙ্কটে পড়বে বিজেপিঃ গৌতম দেব

রাজনৈতিক মহলের মতে, একটিও সিট না পেয়ে মানুষের পাশে থেকে কিভাবে কাজ করতে হয় তা দেখিয়ে দিয়েছে রেড ভলেন্টিয়ার্সরা। দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে হোক, করোনা আক্রান্ত রোগীর অক্সিজেন পরিষেবা দিয়ে হোক, যেকোনো সমস্যায় দুঃস্থ মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছে তারা।

তবে এতদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই রেড ভলেন্টিয়ার্সদেরদের সঙ্গে যোগাযোগ করতে হত। এতে বহু মানুষ এই সাহায্যের হাত থেকে বঞ্চিত হয়েছেন। সেই সমস্যার দূরীকরণে আরেক ধাপ এগিয়ে অ্যাপ ব্যবস্থা চালু করল রেড ভলেন্টিয়ার্সরা। তারা আশাবাদী এই অ্যাপের মাধ্যমে তারা আরও বৃহৎ অংশের মানুষের কাছে পৌঁছতে পারবেন।

সম্পর্কিত পোস্ট