Refrigerator : বাড়ির রেফ্রিজারটরের দীর্ঘমেয়াদী সার্ভিস চান ? মেনে চলুন এই নিয়ম
ফ্রিজ প্রস্তুতকারক কোম্পানির নিজস্ব নিয়ম
The Quiry : Refrigerator বাড়িতে খাবার ঠান্ডা রাখতে ফ্রিজ নিশ্চয়ই ব্যবহার করেন ? তাহলে তো ফ্রিজের ঠিক মতো যত্ন আপনাকে নিতেই হবে। না নিলে আবার তা বেশিদিন টেকে না। তবে বাড়ির ইলেকট্রিক বিল কম করতে বাড়ির দেওয়াল থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ফ্রিজ রাখুন।
রেফ্রিজারেটরকে হাওয়া চলাচলের জন্য দেওয়াল থেকে নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে। ফ্রিজটি পিছনের দেওয়াল থেকে ২ ইঞ্চি , উপরের ক্যাবিনেট থেকে ১ ইঞ্চি এবং উভয় দিক থেকে কমপক্ষে 1/4 ইঞ্চি দূরত্বে থাকা উচিত। প্রতিটি ফ্রিজ প্রস্তুতকারক কোম্পানির নিজস্ব নিয়ম রয়েছে , যা মডেল অনুসারে দেওয়া হয়।
Refrigerator : বাড়ির রেফ্রিজারটরের দীর্ঘমেয়াদী সার্ভিস চান ? মেনে চলুন এই নিয়ম
আরও খবর- সামনে সাজানো আইবুড়ো ভাতের থালি – বিয়ে করছেন মা ধারাবাহিকের ‘ ঝিলিক’ তিথি বসু ?
যদি ফ্রিজ আর দেওয়ালের মাঝে বিশেষ জায়গা না রাখেন , তাহলে হাওয়া চলাচলে ব্যাঘাত ঘটে , ফ্রিজটি ঠান্ডা হতে চায় না। ফলে কম্প্রেসার অতিরিক্ত গরম হয়ে যায়। খুব কম জায়গা থাকলে ফ্রিজকে নিজেকে ঠান্ডা করার জন্য বেশি ইলেকট্রিকের প্রয়োজন পড়ে। যা আপনার বিদ্যুতের বিল বাড়িয়ে দেয় এবং এতে আপনার বেশি টাকা খরচ হয়।