প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফল, রেকর্ড পাশের হার

দ্য কোয়ারি ডেস্ক: প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। এই বছর করোনা পরিস্থিতির যেতে বাতিল করে দেওয়া হয় শেষ তিনটি পরীক্ষা। তবে এই পরিস্থিতিতেও রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাশ করল উচ্চ মাধ্যমিক।

এক নজরে উচ্চ মাধ্যমিকের খুঁটিনাটি:

 ১. এই বছর উচ্চমাধ্যমিকের মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩
২. উচ্চমাধ্যমিকে রেকর্ড পাশের হার। পাশের হার ৯০.১৩%
৩. এবার উচ্চমাধ্যমিকের মেধা তালিকা নয়।
৪. উচ্চমাধ্যমিকের মার্কশিট মিলবে ৩১ জুলাই। ৫২টি ক্যাম্প থেকে বিলি হবে মার্কশিট।
৫. ছাত্রদের পাশের হার ৯০.৪৪%
৬. ছাত্রীদের পাশের হার ৯০% -এর বেশি।
৭. কলকাতা, পূর্ব মেদিনীপুরে ভালো রেজাল্ট।
৮. বিকেল ৪ থেকে ওয়েবসাইট-এ দেখা যাবে মার্কশিট।
৯. এবার পাশের হার বাড়লো ৩.৮৪%
১০. ১০ অগাস্ট থেকে কলেজে অনলাইন ভর্তি।
১১. বিজ্ঞান শাখায় পাশের হার ৯৮.৮৩%
১২. ৩১ আগস্টের মধ্যে স্ক্রুটিনি ও রিভিউ।
১৩. ৫০০-এর মধ্যে সর্বোচ্চ নম্বর ৪৯৯
১৪.৯০% -এর বেশি নম্বর পেয়েছেন ৩০ হাজারের বেশি।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস জানান—

• মেধাতালিকা প্রকাশ না হলেও ৫০০-র মধ্যে ৪৯৯ সর্বোচ্চ নম্বর উঠেছে।
• ৯০ শতাংশ পেয়েছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, কালিম্পঙ, হাওড়া উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া জেলার বহু পরীক্ষার্থী।

• এ বছর মেধাতালিকা প্রকাশ না হলেও, ‘এ’ গ্রেড (৯০-১০০) পেয়েছে ৩০ হাজার ২২০ জন। ‘এ+’ (৮০-৮৯) পেয়েছে ৮৪ হাজার ৭৪৬ জন।

• এ বছর বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৮.৪৩ শতাংশ, বাণিজ্য বিভাগে পাশের হার ৯২.২২ শতাংশ এবং কলা বিভাগে পাশের হার ৮৮.৭৪ শতাংশ।

• এ বছর ছেলেদের পাশের হার ৯০.৪৪ শতাংশ। মেয়েদের পাশের হার ৯০ শতাংশের বেশি।

• এ বছর পাশের হার ৯০.১৩ শতাংশ, উচ্চমাধ্যমিকে যা রেকর্ড। গত বছর পাশের হার ছিল ৮৬.২৯ শতাংশ। এ বছর ৪ শতাংশ বাড়ল পাশের হার।

• ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩ জন পরীক্ষায় বসেন। পাশ করেছেন ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ জন।

• আগামী ৩১ জুলাই বেলা ২টো থেকে ৫২টি কেন্দ্র থেকে মার্কশিট বিতরণ করা হবে।

• আজ বিকেল থেকে ওয়েবসাইট থেকে মার্কশিট ডাউনলোড করতে পারবেন পড়ুয়ারা।

• স্ক্রুটিনির জন্য ৫০ টাকা রিভিউয়ের জন্য ৭৫ টাকা দিতে হবে। অনলাইনেও আবেদন করা যাবে।

• ৩১ অগস্টের মধ্যে স্ক্রুটিনি এবং রিভিও করা যাবে।

প্রসঙ্গত,উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরেই ছাত্র এবং অভিভাবকদের মধ্যে কলেজে ভর্তি নিয়ে চিন্তা বাড়ে।

আগের বছরের তুলনায় এ বছরে করোনা পরিস্থিতি সেই টেনশন আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু উচ্চমাধ্যমিকের ফলাফল বেরোনোর আগেই বৃহস্পতিবার কলেজে ভর্তির বিষয়ে যাবতীয় পরিকল্পনা সেরে রাখেন শিক্ষামন্ত্রী।

১০ অগস্ট থেকে কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু করার কথা বলে বিভিন্ন কলেজে নির্দেশিকা পাঠানো হয় রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে।

সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, আগের বছরের মত এবারও ভর্তির পুরো প্রক্রিয়াই অনলাইনে হবে।

অনলাইন আবেদন করে মেধাতালিকার ভিত্তিতে সুযোগ মেলার পরে ব্যাঙ্কে টাকা জমা দেবেন ছাত্র-ছাত্রীরা।

ক্লাস যখন শুরু হবে তখন রেজাল্টের আসল প্রমাণপত্র নিয়ে কলেজে আসতে হবে। অনলাইনে দাখিল করা রেজাল্টের সঙ্গে আসল রেজাল্টের পার্থক্য থাকলে ওই ছাত্র ছাত্রীর ভর্তি প্রক্রিয়া বাতিল করে পরবর্তী যোগ্যতমকে সুযোগ দেওয়া হবে।

ক্লাস শুরু হওয়ার আগে কোনও পড়ুয়াকে কলেজে আসতে হবে না।

প্রসঙ্গত উল্লেখ্য , গতবছর কলেজে ভর্তি নিয়ে বিভিন্ন রাজনৈতিক ইউনিয়নগুলির মাধ্যমে একাধিক দুর্নীতির অভিযোগ আসায় থেকে সমস্ত প্রক্রিয়া অনলাইনে করেছে রাজ্য সরকার।

চলতি বছরে করোনা থেকে আম ফান এমনকি রেশন সংক্রান্ত একাধিক দুর্নীতিতে জেরবার সরকার কোনও সুযোগ নিতে চাইছে না।

অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হওয়ার পরেও বিভিন্ন সুযোগে গত বছরও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এ বছর যাতে সেই ঘটনা না হয়, তার জন্য প্রথম থেকেই কড়া রাজ্য প্রশাসন।

সম্পর্কিত পোস্ট