দল থেকে আবর্জনা দূর করুন, শুভেন্দুকে অনুরোধ বৈশালী ডালমিয়ার
দ্য কোয়ারি ডেস্ক: এবার সোশ্যাল মিডিয়ায় সরব বৈশালী ডালমিয়া। ফেসবুক পোস্ট করে শুভেন্দু অধিকারীকে অনুরোধ করেছেন দল থেকে আবর্জনা হঠাতে। এর থেকেই স্পষ্ট আপাতত রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষালদের তৃণমূলে ফেরার সম্ভাবনা জোরালো হলেও বৈশালী ডালমিয়া ফিরছেন না তৃণমূলে।
মুকুল রায় তৃণমূল যোগ দিচ্ছেন খবর সামনে আসতেই প্রকাশ্যে মুকুল রায়কে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন মুকুল রায় চাণক্য নন। উনি মীরজাফর। আমরা ভেবেছিলাম ওনার শিরদাঁড়া শক্ত। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে উনি নীতি নিয়ে চলতে পারে। কিন্তু আজকের পর সেই সব কিছু মিথ্যে প্রমাণিত হলো।
সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা অনুপম হাজরা। সরাসরি দলের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন মুষ্টিমেয় কয়েকজন নেতাকে বিধানসভা নির্বাচনে বেশি গুরুত্ব দেওয়া হল। যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক নেতাকে বসিয়ে রাখা হয়েছে। তাই দলের এরকম করুণ পরিণতি। আর যারা বেসুরো বলছেন তাদের কাছে অনুরোধ দলের ভালোর জন্যই নেতৃত্বরা মুখ খুলছেন। এর ব্যাখ্যা অন্যভাবে করলে হবে না।
তবে তিনিও শিবির বদল করছেন কিনা সে বিষয়ে এখনো কিছু স্পষ্ট করে জানা যায়নি। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্যে যাব, সে রাজ্য জয় করব। তখনই মুকুল রায়ের তৃণমূলে ফেরা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুকুল রায় রাজনীতির ইনস্টিটিউশন।
প্রসঙ্গত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বৈশালী ডালমিয়া আর্জি জানিয়ে ছিলেন তিনি যেন দল থেকে তাড়িয়ে দেন উইপোকাদের।
সংবাদমাধ্যমে একের পর এক দল বিরোধী মন্তব্য করায় দল থেকে বহিষ্কার করা হয় বৈশালীকে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চ্যাটার্ড বিমানে অমিত শাহের বাসভবনে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি।