ঝুঁকির জীবন, কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের মুখে মৎসজীবী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সুন্দরবন পঞ্চমুখানী জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের মুখে পরলেন এক মৎসজীবী। নিখোঁজ মৎস্যজীবীর নাম যামিনী মিস্ত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে প্রত্যন্ত সুন্দরবনের পঞ্চমুখানী ২ নম্বর জঙ্গলে।

নিখোঁজ মৎস্যজীবীর বাড়ি সুন্দরবন কোষ্টাল থানার লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের লাহিড়ীপুর গ্রামে। সুন্দরবন জঙ্গলের নদীখাঁড়িতে মাছ কাঁকড়া ধরতে যেতেন মৎস্যজীবি যামিনী মিস্ত্রী ও তাঁর সঙ্গীসাথীরা।

অন্যান্য দিনের মতো লাহিড়ীপুর গ্রাম থেকে তিনজন সঙ্গী মিলন মিস্ত্রী,অজিত মন্ডল, ও অসিত মাঝিকে নিয়ে শুক্রবার দুপুরে সুন্দরবনের পঞ্চমুখানি ২ জঙ্গলে মাছকাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেন।

বিকালে সুন্দরবনের নদীখাঁড়িতে সকলেই মাছ ও কাঁকড়া ধরছিলেন আপন মনে। সেসময় হঠাৎই সুন্দরবনের গভীর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে।

স্কুলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলায় নারায়ণা স্কুলের ৪ শিক্ষককে সাসপেন্ড করল কর্তৃপক্ষ

লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে যামিনীর উপর। মুহূর্তের মধ্য তার ঘাড়ে কামড় দিয়ে গভীর জঙ্গলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ঘটনাটি দেখা মাত্রই মিলন মিস্ত্রী,অজিত মন্ডল, অসিত মাঝিরা নৌকার হাল আর কাঁকড়া ধরার শিক দিয়ে বাঘের থেকে যামিনীকে ছাড়ানোর বহু চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয় তারা।

শেষমেস, আবার বিপদ হতে পেরে ভেবে তারা তড়িঘড়ি গ্রামে ফিরে আসে। লাহিড়ীপুর গ্রামে যামিনীর বাড়িতে খবর দেওয়া হয়। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

সম্পর্কিত পোস্ট